-
মুম্বইসহ চেন্নাইয়ের সিনেমা হলের সামনে পোস্টারে ঢেকে গেছে সমস্ত দেওয়াল।
-
৬৭ বছর বয়স হল রজনীর, কিন্তু তাতে তাঁর ভক্ত সংখ্যা কমেনি।
-
এদিন রজনীকান্ত ম্যানিয়ায় আক্রান্ত ছিলেন সব বয়সীরা। মুক্তির কয়েক ঘন্টা আগে সুপারস্টারের ভক্তরা ব্যবস্থা করেছিলেন রজনী-রথের।
-
-
উত্তাল নাচে মত্ত রজনী ফ্যানেরা।
-
সদ্য মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবি 2.0। দক্ষিণ ভারত সহ মুম্বইতেও দেখা গেছে ' ফার্স্ট ডে ফার্স্ট শো' জুড়ে ধুন্ধুমার। থালাইভার ভক্তরা আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন সিনেমাহলের সামনে। 2.0 ছবিতে অ্যামি জ্যাকসন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
-
মুম্বই থিয়েটারের সামনে রজনী ফ্যান ক্লাব সদস্যরা।
-
এ ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি নেহাৎ অল্পবয়স থেকেই রজনীকান্তের ফ্যান। এদিন থালাইভার নতুন ছবির প্রথম শো দেখতে এসেছিলেন স্বামী-পুত্রের সঙ্গে।
-
2.0 জ্বর সারা দেশ জুড়ে
Web Title: 2point0 fever grips india rajinikanth akshay kumar