-
১৯৮৮ সালে ‘দিল দরিয়া’ নামে এক সিরিয়ালে অভিনেতা হিসেবে শিকে ছেঁড়েন শাহরুখ খান। যা একবছর ১৯৮৯ অবধি চলেছিল।
-
আজ তিনি বলিউডের বাদশা। তবে টেলিপর্দায় রাজ করা শুরু করেন ১৯৮৯ সাল থেকেই। কিং খান অভিনীত ‘ফৌজি’ আজও দর্শক মনে রেখেছে। দেখতে পাবেন আমাজন প্রাইমে।
-
ওই একই সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত একটি টেলিফিল্ম- ‘উমিদ’। ইউটিউবে পেয়ে যাবেন এই ছবি।
-
সেইসময়ে আরও একটি শর্টফিল্মে অভিনয় করেন বলিউড বাদশা। নাম ‘মহান কর্জ’। এই সিনেমাও রয়েছে ইউটিউবে।
-
কুন্দন শাহ পরিচালিত ‘ওয়াগলে কি দুনিয়া’ সিরিজেও নজর কাড়েন শাহরুখ।
-
এরপর আরেকটি টেলিভিশনের ছবিতে অভিনয় করেন কিং খান। নাম- In Which Anni Gives It Those
-
‘দুসরা কেবল’ ধারাবাহিকেও দুর্দান্ত পারফরম্যান্সে টেলিদর্শকদের অনুরাগী বানান শাহরুখ খান।
-
আজিজ মির্জা পরিচালিত ‘সার্কাস’-এর কথা আর নাই বা বললাম। আজকের বলিউড সুপারস্টার শাহরুখ খান-কে সেখান থেকেই আবিষ্কার করেছিলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক-প্রযোজকরা।
-
বাসু চট্টোপাধ্যায়ের ‘রজনী’ সিরিজেও অভিনয় করেন শাহরুখ। তখন তিনি বলিউডে শিঁকে ছেড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
-
১৯৯১ সালে ‘আহাম্মক’ নামে একটি ছোট টেলিভিশন সিরিজ হয়েছিল। সেখানেও কিং খানের ক্ষুরধার পারফরম্যান্স চোখে পড়ে।
-
আটের দশকের শেষের দিকে শাহরুখ অভিনীত আরেকটি শর্টফিল্মের কথা তিনি নিজেও বোধহয় ভুলে গিয়েছেন- ‘আধুরি জিন্দেগি’।
‘বলিউড কিং’ হওয়ার আগে টিভিতেও দাপট ছিল শাহরুখের, এই সিরিয়ালগুলি দেখেছেন?
বহুমুখী প্রতিভার ‘বাদশা’। শাহরুখ সম্পর্কে এই অজানা তথ্যগুলি জানেন?
Web Title: 30 years of shah rukh khan his televison career brief