আয়রা খানের মতো এই অভিনেত্রীও জিম প্রশিক্ষকের প্রেমে পড়েছিলেন
আজ ৩ জানুয়ারি প্রেমিকা নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন আমির খানের মেয়ে ইরা খান।নূপুর একজন বিখ্যাত ফিটনেস প্রশিক্ষক এবং অনেক সেলিব্রিটিদের ফিটনেস প্রশিক্ষণ দেন।বলিউডের শীর্ষ অভিনেত্রী সুস্মিতা সেনও তাঁর জিম প্রশিক্ষক রোহমান শৌলের সঙ্গে বহু বছর ধরে সম্পর্কে ছিলেন।কিন্তু কোনও এক কারণে দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয় এবং তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে।বিখ্যাত টিভি অভিনেত্রী দেবোলিনা ভট্টাচার্য জিম প্রশিক্ষক শাহনওয়াজ হুসেনকে বিয়ে করেছেন।ফিটনেস প্রশিক্ষণের সময় একে অপরের প্রেমে পড়েন দুজন।