-
আমির খান, তিন দশকের সিনেমার কেরিয়ারে তিনি কেবল মিস্টার পারফেকশনিস্টের তকমা পেয়েছেন তা নয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ছবি এখনও সবথেকে বেশি আয় করে। শনিবার ৫৫ বছরে পা রাখলেন অভিনেতা। এদিন ছবিতে ছবিতে ফিরে দেখা তাঁর জীবন ও কেরিয়ার। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
জুহি চাওলার সঙ্গে বলিউডে ডেবিউ করেন আমির খান। পরেও এই জুটি 'হাম হ্যায় রাহি প্যার কে' এবং 'ইশ্ক'-এর মতো বহু ছবি উপহার দেন দর্শককে। 'লাভ লাভ লাভ' (১৯৮৯)-এর মহরতে আমির ও জুহি। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
সলমন খান, মাধুরী দীক্ষিত ও সুনীল শেট্টি-র সঙ্গে আমির খান। রাজা মুরাদ ও জনি লিভারও রয়েছেন এই ছবিতে। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
১৯৯০ সালে বেশ কয়েকটি হিট ছবি করেছেন আমির। তারমধ্যে রয়েছে 'যো জিতা ওহি সিকন্দর', 'রঙ্গিলা', 'অকেলে হাম অকেলে তুম', 'গুলাম', 'সরফরোশ'। 'দিল হ্যায় কে মানতা নেহি'-র একটি ইভেন্টে আমির খান, মহেশ ভাট, পূজা ভাট ও নাসিরউদ্দিন শাহ। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
যদিও আমির খান ও শাহরুখ খানকে এখনও একসঙ্গে ছবিতে দেখার প্রত্যাশা রয়ে গিয়েছে, কিন্তু ফোটোতে বেশ কয়েকবার দেখা গিয়েছে তাদের। ছবিতে সইফ আলি খানের সঙ্গে আমির-শাহরুখ। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতির সঙ্গে আমির। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
আমির খান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, রাম গোপাল বর্মা, মোহনলাল এবং সাজিদ নাদিয়াওয়ালা একটি ফোটোতে। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ 'রাজা হিন্দুস্থানী' (১৯৯৬) ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন আমির খান। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ -
অস্কারের মঞ্চে বলিউডকে নিয়ে গিয়েছিলেন আমির। তাঁর প্রযোজিত 'লগান' (২০০১) সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনীত হয়েছিল। ছবিচে পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে আমির ও অভিনেতা পল ব্ল্যাকথ্রোন। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
'দিল চাহতা হ্যায়' (২০০১)-এর মতো পাথব্রেকিং ছবিও করেছেন আমির। এই ছবির প্রমোশনেই পরিচালক ফারহান আখতার এবং সহ অভিনেতা- সইফ আলি খান, অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, সোনালি কুলকর্নি ও কোরিওগ্রাফার ফারহা খান। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন আমির খান। কৌন বনেগা কড়োরপতি-র সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আমির খান। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
মহারাষ্ট্র দাবা লীগের (২০১৫) তৃতীয় এডিশনের উদ্বোধনে একসঙ্গে দাবা খেলায় মেতেছিলেন বিশ্বনাথন আনন্দ ও আমির। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
আমির খান ও ব্রিটিশ অভিনেতা ইয়ান ম্যাকেলেন মুম্বইয়ে শেক্সপিয়র অন ফিল্ম-এর অনুষ্ঠানে। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
আমির পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটবেলার বন্ধু রীনা দত্তর সঙ্গে, তাদের দুই সন্তান ইরা ও জুনেইদ। আমির ও রীনার বিচ্ছেদ হয় ২০০২ সালে। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
পরবর্তীতে ফিল্মমেকার কিরণ রাও (২০০৫)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। তাদের ছেলের নাম আজাদ রাও খান। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ২০১৪ সালে তৈরি করেন 'পিকে'। ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে আমির ও হিরানি। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
-
২০১৬ সালে মহাবীর সিং ফোগটের চরিত্রে আসেন আমির খান। ফতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা নিয়ে তৈরি করেন 'দঙ্গল'। ফোটো: এক্সপ্রেস আর্কাইভ
