/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/Music-Launch-1.jpg)
'আবার বসন্ত বিলাপ'। ৬১ নম্বর গড়পার লেনের পর আবার পরিচালনায় ঈপ্সিতা রায় সরকার। এই ছবির আরএক পরিচালক রাজেশ দত্ত। এদিন হয়ে গেল আবার বসন্ত বিলাপের মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
একটি প্রকাশনী সংস্থাকে ঘিরে পরিচালকদ্বয় ঈপ্সিতা রায় সরকার ও রাজেশ দত্তর ছবি 'আবার বসন্ত বিলাপ'। কমেডির আঙ্গিকে তিনটি প্রেমের কাহিনি চিত্রায়িত হবে এই ছবিতে। এদিন সিনেমার মিউজিক লঞ্চে উপস্থিত শোভনদেব চট্টোপাধ্যায়।
'আবার বসন্ত বিলাপ'। ৬১ নম্বর গড়পার লেনের পর আবার পরিচালনায় ঈপ্সিতা রায় সরকার। এই ছবির আরএক পরিচালক রাজেশ দত্ত। এদিন হয়ে গেল আবার বসন্ত বিলাপের মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।