New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/cvr.jpg)
অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের জীবনে নতুন পথচলা শুরু। নিজের সোশাল হ্যান্ডলেই জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। লকডাউনের বজ্রআঁটুনি কাটিয়ে শ্যুটিং সবে যখন একটু একটু করে শুরু হয়েছে, তখনই সুখবরটি জানালেন আবির। এই নতুন অধ্যায়ের জন্য তিনি সকলের শুভেচ্ছা এবং ভালবাসা চেয়েছেন। জি বাংলার এই অত্যন্ত জনপ্রিয় গানের রিয়্যালিটি শো-তে সঞ্চালকের ভূমিকা বরাবরই উল্লেখযোগ্য। জি বাংলা-র সারেগামাপা-তে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আবিরকে। এতদিন বেশ কয়েকটি সিজনে এই শো-এর সঞ্চালক ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এবার সেই ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। দেখে শুনে অনেকেই বলছেন, যিশু হোক বা আবির এই রিয়্যালিটি শো থাকছে ব্যোমকেশ বক্সির হাতেই!