New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/feature-3.jpg)
স্ত্রী অন্তরা ও ছেলে অয়নজিতের সঙ্গে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। ছবি: সোশাল মিডিয়া থেকে
অভিনেতা বিশ্বজিৎ ঘোষ ও অন্তরা ঘোষের তৃতীয় বিবাহবার্ষিকী ছিল সম্প্রতি। স্ত্রী, ছেলে ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মন্দারমণি গেলেন অভিনেতা। বিবাহবার্ষিকীর আগের দিন রাত থেকেই শুরু হল ঘরোয়া উদযাপন। এই তৃতীয় বিবাহবার্ষিকী অভিনেতা ও তাঁর স্ত্রীর কাছে খুবই স্পেশাল। এই প্রথম তাঁদের আনন্দের সঙ্গী হল ছেলে কুট্টুস (অয়নজিৎ)। ২০১৯ সালেই দম্পতির জীবনে আসে কুট্টুস। মাসখানেক আগেই হয়েছে অন্নপ্রাশন। ছোট্ট কুট্টুস পরিবারের তো বটেই, 'কে আপন কে পর' ইউনিটেরও সকলের নয়নের মণি। বিশ্বজিৎ ও অন্তরার বিয়ে তিন বছর কিন্তু প্রেমের সূত্রপাত ১৩ বছর আগে। দীর্ঘ সময় দুজন দুজনের জন্য অপেক্ষা করে থেকেছেন, অঙ্গীকারবদ্ধ থেকেছেন। অটুট থাকুক দম্পতির এই প্রেমের বন্ধন।