New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/feature-1.jpg)
পায়েল দে ও দ্বৈপায়ন দাসের ছেলে মেরাকের ছবির অ্যালবাম।
পায়েল ও দ্বৈপায়নের ছেলে মেরাকের এখনও বছরখানেক বয়স হয়নি। সদ্য সে পেরিয়েছে প্রথম সরস্বতী পুজো। ওইদিন তার এই বাসন্তী সাজের ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দ্বৈপায়ন। এই টেলি-দম্পতির জীবন আলো করে মেরাক এসেছিল গত বছর এপ্রিলে। ভ্রমণপিপাসু বাবা-মায়ের পুত্র মেরাকের ইতিমধ্যেই প্রথম বিদেশভ্রমণ হয়েছে ২০১৯-এর পুজোতে। ছোট্ট মেরাকের সঙ্গে দ্বৈপায়নের মুখের মিল কিন্তু লক্ষ্যণীয়। ঠাকুর্দা ও ঠাকুমার সঙ্গে মেরাক। পায়েল-দ্বৈপায়ন ট্রেকিং করতে ভালবাসেন। এখন থেকেই মেরাকের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে ট্রেকিংয়ের। বেড়ানোর নেশা যে প্রবল হবে বড় হয়ে সেটা তো বলাই বাহুল্য। আবার বাবা-মায়ের মতো অভিনয়ের নেশা থাকাও স্বাভাবিক। তবে এখন থেকে বড়বেলার কথা বেশি না ভাবাই ভাল। আনন্দে ভরে উঠুক মেরাকের ছেলেবেলা।