বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী অভিনেতা গোবিন্দ পদ্মসূর্য। গোবিন্দ পদ্মসূর্য গোপিকা অনিলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। ত্রিশুরের ভাদাকুনাথন মন্দিরে দুজনেরই বিয়ে হয়। দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠজনরা। গোবিন্দ তাঁর ইউটিউব চ্যানেলে তাঁর বিয়ের প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন। দুজনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছে। ভক্তরা গোবিন্দ ও গোপিকার সিম্বিয়াসিস কামনা করছেন। গোবিন্দ ও গোপিকার প্রেমের বিয়ে নয়। দুজনের পরিবারই তাঁদের জন্য একে অপরের জায়গা নিয়ে এসেছিল। এরপর গোবিন্দ ও গোপিকা বিয়ে করার সিদ্ধান্ত নেন। গোপিকা অনিল একজন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী। এ পর্যন্ত অনেক সিরিয়ালে কাজ করেছেন।গোবিন্দ একজন জনপ্রিয় হোস্ট।তিনি অনেক মালয়ালম এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'আলা বৈকুন্ঠপুরামুলু' ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিতে অভিনেতার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে।এর পরে তিনি নাগার্জুন এবং নাগা চৈতন্যের 'বঙ্গরাজু'-তেও হাজির হন।নবরাত্রির সময় অষ্টমীর দিন গোবিন্দ ও গোপিকা চিনি দিয়েছিলেন।(সমস্ত ছবি- গোবিন্দ পদ্মসূর্য ইনস্টাগ্রাম)