-
সদ্য বঙ্গসম্মানের মঞ্চে বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন নুসরত জাহান। তাঁকে ‘মহানায়িকা’ সম্মানে ভূষিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে ধন্যবাদও জানান অভিনেত্রী।
-
‘মহানায়িকা’ সম্মান পাওয়ায় নুসরত জাহানকে ট্রোল, মিমও কম ছড়ায়নি। তবে নুসরত রয়েছেন নুসরতেই। এবার পর্দার বাইরে ভিন্ন ভূমিকায় দেখা গেল নায়িকাকে।
-
বাংলার হজযাত্রীদের জন্য বিশেষ সুবিধের বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই প্রেক্ষিতেই হজ থেকে ফেরা পুন্যার্থীদের সঙ্গে দেখা করে দিদি মমতাকে ধন্যবাদ জানিয়েছেন ‘মহানায়িকা’ নুসরত জাহান।
-
শুক্রবার হজ থেকে যাঁরা ফিরলেন, তাঁদের সঙ্গে দেখা করতে কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছিলেন নুসরত।
-
সেখানেই অভিনেত্রীকে দেখা গেল, প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলতে। বসিরহাটের সাংসদ হওয়ার পাশাপাশি অভিনেত্রী বাংলার হজ কমিটিরও সদস্য।
-
হাজিদের জন্য সুরক্ষিত যাত্রার বন্দোবস্ত করার সুযোগ পেয়ে আমি ধন্য, বললেন নুসরত। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, নাদিমূল হক এবং হজ কমিটির অন্যান্য সদস্যদেরকেও ধন্যবাদ জানিয়েছেন নুসরত জাহান।
-
হজ যাত্রীদের জন্য বিশেষ সুবিধে করে দেওয়ায় রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানান নুসরত জাহান।
-
শুক্রবাদ দুপুর ১টা নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে হজযাত্রীদের কাছ থেকে আশীর্বাদও নেন নুসরত জাহান।
-
তৃণমূলের তারকা সাংসদ ‘ঘরের মেয়ে’ নুসরতকে কাছে পেয়ে খুশি হাজিরাও।
হজযাত্রীদের জন্য বিশেষ সুবিধা, ‘দিদি’ মমতাকে ধন্যবাদ ‘মহানায়িকা’ নুসরতের
হজ-ফেরত যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ নুসরত জাহানের। দেখুন ছবিতে ছবিতে।
Web Title: Actress mp nusrat jahan meet haj yatri thanks cm mamata banerjee