প্রেম করছেন সন্দীপ্তা সেন! সে খবর প্রকাশ্যে আসতেই শোলগোল টলিপাড়ায়। কাকে মন দিলেন অভিনেত্রী? একটাই প্রশ্ন অনুরাগীদের।এই মুহূর্তে সেই বিশেষ বন্ধুর সঙ্গে ফিলিপিন্সে ছুটি কাটাচ্ছেন সন্দীপ্তা। সোশ্যাল মিডিয়াতে যদিও দুজনের একসঙ্গে ছবি প্রকাশ্যে আনেননি। তবে টলিপাড়ার অন্দরে জোর জল্পনা, ইন্ডাস্ট্রির-ই একজনের প্রেমে পড়েছেন সন্দীপ্তা।ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রীর মনের মানুষ প্রথমসারির এক বাংলা ওটিটি প্ল্যাটফর্মে চাকরি করেন। পেশা যদিও আলাদা। সদ্য মুক্তিপ্রাপ্ত 'দ্য একেন' সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসার তিনি।সন্দীপ্তার সেই বিশেষ বন্ধুর নাম? তিনি সৌম্য মুখোপাধ্যায়। অভিনেত্রী যদিও প্রেমের বিষয়ে একেবারে স্পিকটি নট! তবে কানাঘুষো শোনা যাচ্ছে, দুই পক্ষই নাকি সম্পর্ক নিয়ে বেজায় সিরিয়াস। এমনকী বিয়ের পরিকল্পনাও করে ফেলেছেন তাঁরা।প্রেমিক সৌম্যকে নিয়েই ফিলিপিন্সে বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা সেন। সঙ্গে ছিলেন এভিনেত্রীর বন্ধুবান্ধবরাও। সেখানে যে চুটিয়ে মজা করেছেন নায়িকা, ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে সেটা।মজেছেন সেখানকার খাবারেও। উল্লেখ্য, একসময়ে রাহুল অরুণোয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তা সেনের প্রেমর গুঞ্জন শোনা গিয়েছিল। পার্টিতে, আড্ডায় যুগলকে দেখা গেলেও মুখে অবশ্য তাঁরা কোনওদিনই স্বীকার করেননি। তবে এবার সেই পর্ব অতীত। নতুন করে প্রেমে পড়েছেন সন্দীপ্তা সেন।নায়িকার প্রেমের খবরে কবে সিলমোহর পড়ে, সেটার-ই অপেক্ষা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই টেলিভিশনের পর্দায় মা সারদার ভূমিকায় অভিনয় করেছিলেন সন্দীপ্তা। বর্তমানে ওয়েব সিরিজের কাজে ব্যস্ত অভিনেত্রী।