New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature-12.jpg)
খুদে তারকা লাড্ডু ও ডানদিকে 'হালুয়াম্যান'-এর পোস্টার। ছবি: সঙ্গীত সাহার ফেসবুক পেজ থেকে
টেলিপর্দার মিষ্টি খুদে অভিনেতা লাড্ডু-র ফ্যান শুধু দর্শক নন, অভিনেতা-অভিনেত্রীরাও। সেই লাড্ডু-ই এবার আসছে হালুয়াম্যান রূপে। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির ফার্স্ট লুক মুক্তি পেয়েছে সদ্য। ১৯ জানুয়ারি ছিল লাড্ডুর জন্মদিন। সেইদিন 'হালুয়াম্যান' ইউনিটের সবাই শুভেচ্ছা জানাল লাড্ডুকে, কেকও কাটা হল। লাড্ডু অভিনীত এই ছবি মুক্তি পাবে চলতি বছর গরমকালে। একদম খুদে বয়সে তার গোলগাল চেহারাটি দেখেই নিশ্চয়ই সকলের প্রিয় মিঠাইয়ের কথাই মনে পড়ত। ইদানীং রক্তিমের মতোই লাড্ডু হয়ে উঠেছে রিয়্যালিটি শোয়ের ফেভারিট অ্যাঙ্কর। তবে তারও আগে ধারাবাহিকের শিশু অভিনেতা হিসেবেই নজর কেড়েছে সে। একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করে ফেলেছে লাড্ডু। তার মধ্যে যেমন রয়েছে 'ওম নমহঃ শিবায়', তেমনই রয়েছে 'মায়ার বাঁধন' অথবা 'নজর'। তবে লাড্ডুর এই খুদে অভিনেতা হয়ে ওঠার নেপথ্যে কিন্তু রয়েছেন লাড্ডুর মা, সঙ্গীতা সাহা। লাড্ডু-র ছায়াসঙ্গী হয়ে সব শুটিংয়েই থাকতে হয় তাঁকে অথবা পরিবারের অন্য যে কোনও সদস্যকে। আর খুদে অভিনেতার প্রতিভাও রয়েছে বটে সত্যি! যে চরিত্রই দেওয়া হয়, ঠিক চরিত্রের মেজাজটি ধরে ফেলে সে। এমন একটি মিষ্টি খুদে যে ইউনিটে থাকবে, সেই ইউনিট সব সময় হাসিখুশি থাকতে বাধ্য। মিষ্টি লাড্ডু যেন তাড়াতাড়ি বড় না হয়ে যায়।