New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Priya-Cinema-opening-cover-photo.jpg)
৫ অগাস্ট নাইট শো চলাকালীন প্রিয়া সিনেমা হল লাগোয়া একটি মোমোর দোকানে আগুন লাগে। এদিন গুপি বাঘাকে সঙ্গী করে দরজা খুলল সিনেমা হলের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
প্রিয়া সিনেমার সামনে আগ্রহী মানুষের ভিড়। প্রায় ছ’মাস পর খুলছে দেশপ্রিয় পার্ক সংলগ্ন শহরের অতিপরিচিত এই প্রেক্ষাগৃহ। স্বভাবতই খুশি সিনেপ্রেমীরা। নতুন করে আসর সাজিয়েছে প্রিয়া সিনেমা হল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ৫ অগাস্ট নাইট শো চলাকালীন প্রিয়া সিনেমা হল লাগোয়া একটি মোমোর দোকানে আগুন লাগে। তারপর দীর্ঘ দিন বন্ধ থেকেছে প্রিয়া। এদিন গুপি বাঘাকে সঙ্গী করে ফের দরজা খুলল সিনেমা হলের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ নতুন করে সাজানো হয়েছে প্রেক্ষাগৃহ। চেয়ার থেকে স্ক্রিন এবং সাউন্ড সবকিছুই আরও আধুনিক করে তোলা হয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রিয়ার উদ্বোধনে উপস্থিত সৃজিত মুখোপাধ্যায়, জুন মালিয়া ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ফ্যানেদের সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রিয়া নতুন রূপে খুলছে আর সবার প্রিয় বুম্বাদা থাকবেন না! এদিন নস্ট্যালজিয়ায় ভাসল ইন্ডাস্ট্রি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রিয়াকে নতুন সাজে দেখতে উপস্থিত মৌসুমী ভট্টাচার্যও। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রিয়ার অন্দরে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ প্রিয়ার কর্ণধার অরিজিৎ দত্তের সঙ্গে আলাপচারিতায় হরনাথ চক্রবর্তী। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শুধুমাত্র হলের বাইরে নয়, প্রেক্ষাগৃহের ভেতরেও উৎসাহী মানুষের ঢল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ