যুদ্ধক্ষেত্রে বলিউড তারকারা কেমন দেখতেন, দেখুন বিশেষ এআই ফটো
এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বলিউড অভিনেতাদের কিছু ছবি তৈরি করেছে, যাতে তারা যুদ্ধক্ষেত্রে দেখতে কেমন হত তা দেখানো হয়েছে।আয়ুষ্মান খুরানা যদি একজন যোদ্ধা হতেন, তাহলে তাঁকে এমনই দেখতে হতো।কার্তিক আরিয়ানের যোদ্ধা চেহারাটাইগার শ্রফ যোদ্ধা হলে এমনই দেখতেনহর্ষবর্ধন রানে যোদ্ধা হলে এই চেহারা পেতেন।বিদ্যুৎ জাম্মওয়াল যোদ্ধা হলে এমন দেখতেন।যোদ্ধা হলে সিদ্ধার্থ মালহোত্রাকে এমন দেখাত।যদি ভিকি কৌশল একজন যোদ্ধা হতেন, তাহলে এটাই হবে তাঁর চেহারা।আদিত্য রায় কাপুর যদি একজন যোদ্ধা হতেন, তাহলে তাঁকে দেখতে এরকম হতেন। ,যোদ্ধা হিসেবে বরুণ ধাওয়ানের লুকটা এমনই হতো।সিদ্ধান্ত চতুর্বেদী যদি একজন যোদ্ধা হতেন, তাহলে তাঁকে দেখতে এরকম হতেন।এআই এর আগেও বলিউড তারকাদের নারী রূপে ছবি তৈরি করেছে।