-
বলিউড তারকা ও প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন দর্শক মনে বিরাজ করছেন বিগত দু'দশক ধরে। কেবলমাত্র হিন্দি সিনেমা নয় হলিউডেও তাঁর ক্যারিশ্মা ও স্ক্রিন প্রেজেন্স ছাপ রেখেছে। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী হওয়ার পর মণি রত্নমের ছবি ইরুভার (১৯৯৭)-এ প্রথম সিনেমার পর্দায় ডেবিউ করেন তিনি। শুক্রবার ৪৬ বছরে পা দিলেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
১৯৭৩ সালে ১ নভেম্বর, ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন ঐশ্বর্য। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
ঐশ্বর্য রাই ডেবিউ করেন ১৯৯৭ সালে। তামিল ছবি 'ইরুভার' দিয়ে। সেই বছরই বলিউডে ডেবিউ করেন 'অউর প্যার হো গয়্যা' ছবিতে। সেখানে ববি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে করেন ঐশ্বর্য। তাদের একমাত্র মেয়ে আরাধ্যা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কারে তাঁকে সম্মানিত করেছে ভারত সরকার। ছবিতে সলমন খানের সঙ্গে ঐশ্বর্য। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
ফ্রান্স সরকার তাঁকে পরবর্তীতে ২০১২ সালে অর্ডারে দেস আর্টস এট দেস লেটারস-সম্মান দেন। শিল্পে তাঁর অবদানের জন্যই এই সম্মান দেওয়া হয় ঐশ্বর্যকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ -
ঐশ্বর্যর শ্বশুর সুপারস্টার অমিতাভ বচ্চন। মহব্বতে, সরকার রাজ-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
২০১৮ সালে ফ্যানি খান ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি তিনি শুটিং করছেন রোমান্টিক ড্রামা পন্নিয়ন্নি সেলভান ছবির জন্য। মণিরত্নেমর পরিচালক অভিষেক বচ্চকে দেখা যাবে ঐশ্বর্যর বিপরীতে। মাধুরী দীক্ষিতও রয়েছেন ছবিতে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
