New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/page-759.jpg)
মুকেশ পুত্র আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতার বাদগান পর্ব। এই ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা।
আকাশ আম্বানি ও শ্লোকা মেহতাকে দেখা গেল বাগদান পর্ব শুরুর আগেই। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা এনগেজমেন্টের ব্যস্ততা শুরু হওয়ার আগেই সাংবাদমাধ্যমের সামনে পোজ দিলেন নীতা আম্বানি। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা বিগ ইভেন্ট বলে কথা, আম্বানিদের তরফে এলেন মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি ও তাঁর স্ত্রী টিনা আম্বানি। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা অনুষ্ঠানের শুরুতেই পৌঁছে গিয়েছিলেন তারকা দম্পতি বিধু বিনোদ চোপড় ও অনুপমা চোপড়া। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা অনুষ্ঠানে ক্যামেরাবন্দি হলেন শিল্পপতি রতন টাটা। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা একদম সাবেকি পোশাকে দেখা গেল শ্রদ্ধা কাপুরকে। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা দেরিতে হলেও এলেন বিদ্যা বালান ও স্বামী সিধার্দ্ধ রায় কাপুর। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা শ্লোকা মেহতা ও আকাশ আম্বানির বাগদান অনুষ্ঠানে চোখ ফেরানো যাচ্ছিল না শ্বেতা বচ্চন নন্দা ও নব্যা নাভেলী নন্দার দিক থেকে। এক্সপ্রেস ফোটো- বারিন্দার চাওলা আকাশ ও শ্লোকাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন মাধুরী দীক্ষিত নেনে। এক্রপ্রেস ফোটো- বারিন্দর চাওলা অনুষ্ঠানে একসঙ্গে আসেননি আলিয়া আর রণবীর কাপুর। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা মা নীতু কাপুর ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে এনগেজমেন্ট পর্বে হাজির রণবীর কাপুর। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা মুকেশ আম্বানির আইপিএল দলের ক্রিকেটার হরভজন সিং ও তাঁর স্ত্রী গীতা বসরা অনুষ্ঠানে এলেন । এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বাগদান পর্বে একসঙ্গে হাজির কাজল ও করণ জোহর। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা তবে এদিনের সেরা ছবি ছিল জুনিয়র বচ্চনের ফ্যামিলি ফোটো। ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। নিজেদের সেরা ফ্যাশানেবল লুকে হাজির টাইগার শ্রফ ও দিশা পাটানি। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা হাজির ছিলেন NCP নেতা শরদ পাওয়ারও। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও এলেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বাদগানে। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা অতিথি তালিকায় ছিলেন শচীন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা সদ্য মুক্তিপ্রাপ্ত রেস থ্রির অভিনেতা অনিল কাপুরও এলেন এই অনুষ্ঠানে। সামনেই মুক্তি ফ্যানি খান ও এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। এক্সপ্রেস ছবি- বারিন্দর চাওলা বাদ গেলেন না ক্রিকেটার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা এদিন তিনি দুই মেয়েকে সঙ্গে করে অনুষ্ঠানে পৌঁছলেন অনু মালিক। এক্সপ্রেস ফোটো- বারিন্দর চাওলা