-
গতকাল রিলায়েন্স ইন্ডাসট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছেলে গাঁট ছড়া বাঁধলেন রুশেল মেহেতা ও মনো মেহেতার একমাত্র মেয়ে শ্লোকা মেহেতার সঙ্গে। শনিবার থেকে টানা তিনদিনের বিয়ের অনুষ্ঠান। আজ মঙ্গল পর্ব। আগামী ১১ তারিখ ছেলের বাড়ির রিসেপশন পার্টি।
-
বিয়ের ছাদনাতলা তৈরি হয়েছিল মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওর্য়াল্ড সেন্টারে।
-
'বিগ ফ্যাট ওয়েডিং' বলে কথা, তাও আবার মুকেশ আম্বানির ছেলের বিয়ে,সুতরাং সেখানে যে তারকাদের সমাগম হবে বলাই বাহুল্য।
-
বেশ কয়েকদিন আগেই বিয়ে সেরে ফেলেছেন মুকেশ কন্যা ইশা। হিলারি ক্লিনটন থেকে অমিতাভ বচ্চন, আসরে বাদ যাননি কেউই। আর হবে নাই বা কেন? দেশের অন্যতম ধনী ব্যক্তির মেয়ের বিয়ে বলে কথা। সে যাই হোক, ইশা আম্বানির বিয়েতে এসে গান গেয়েছেন বিয়ন্সে, নেচেছেন শাহরুখ খান।
তবে এবার আর উদয়পুর নয়, মুকেশ-নীতা মুম্বইতেই ছেলের বিয়ে দিলেন ধুমধাম করে। -
সিনেমা জগত থেকে শুরু করে খেলার জগত, রাজনীতি মহলের প্রধান ব্যাক্তিত্বরাও উপস্থিত ছিলেন এদিন।
-
এবার হিলারি ক্লিনটন নয়, ব্রিটিশ প্রধান মন্ত্রী টনি ব্লেয়ারকে দেখা গেল আকাশ আম্বানির বিয়েতে।
-
গুগল সিইও সুন্দর পিচাইও উপস্থিত ছিলেন এই 'বিগ ফ্যাটি ওয়েডিং'য়ে।
-
চাঁদের হাট বসেছিল আকাশ আম্বানির বিয়েতে। উপস্থিত ছিলেন, শাহরুখ খান, শচীন তেন্ডুলকার, রণবীর কাপুর, আলিয়া ভাট, বিদ্যা বালান, করণ জোহার, যুবরাজ সিং, হরভজন সিং, রাজনী কান্ত এবং কারিনা কাপুর সহ আরও অনেকে।
