New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/akki-feature.jpg)
খিলাড়ির জন্মদিনে অক্ষয় কুমারের কিছু না দেখা ছবি !
রবিবার আরও একটা বসন্ত পেরোলেন অক্ষয় কুমার। ফ্যানের যাঁকে ভালবেসে ডাকে খিলাড়ি। ৫১ বছরে পা রাখলেন অভিনেতা, সেকারণেই এক্সপ্রেস আর্কাইভ থেকে রইল তাঁর বেশ কিছু না দেখা ছবি। দেখতে পারেন ছবির সেটে একসঙ্গে রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার। শুটিংয়ের ফাঁকে জমিয়ে লাঞ্চ করছেন প্রিয়দর্শন, অক্ষয় কুমার ও শক্তি কাপুর। অক্ষয় ও আয়েষা ঝুলেখা একসঙ্গে অভিনয় করেছেন ওয়াক্ত হামারা হ্যায়, বারুদ, জয় কিষাণ, খিলাড়ির মতো বিভিন্ন ছবিতে। জুলমি ছবির সেটে স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে অক্ষয় কুমার। দুই সন্তানের পিতা খিলাড়ি। আরভ ও নিতারাকে একদম সাধারণের মতোই বড় করতে চান অক্ষয়। ৯০ য়ের দশকে সুনীল শেট্টি ও অক্ষয় কুমারকে বলা হত বলিউডের সেরা অ্যাকশ হিরো। করিশ্মা কাপুরের সঙ্গে অক্ষয় কুমারের প্রথম ছবি দিদার। এরপর সপুত, ময়দান-এ-জঙ্গ, লাহু রে দো রঙ্গ, মেরে জীবন সাথীর মতো অনেক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন তারা। বলিউড সুপারস্টার শ্রীদেবী ও অক্ষয় কুমারের এই ছবিটা মেরি বিবি কা জবাব নেহি-র সেটে। লক্ষ্মীকান্ত বেন্দ্রে, কুনিকা লাল ও অক্ষয় কুমার একসঙ্গে।