সিনেমা-টিনেমা বিনোদন আলিয়ার সাধের অনুষ্ঠান, পরিবার-বন্ধুদের নিয়ে জমজমাট আয়োজন আর বেশি দেরি নেই, বেবি শিম্বা আসতে আর মাস দুয়েক। তাঁর আগেই সাধের অনুষ্ঠান সেরে ফেললেন পরিবারের সকলে। Written byAnurupa Chakraborty আর বেশি দেরি নেই, বেবি শিম্বা আসতে আর মাস দুয়েক। তাঁর আগেই সাধের অনুষ্ঠান সেরে ফেললেন পরিবারের সকলে। Anurupa Chakraborty 06 Oct 2022 15:31 IST Follow UsNew Updateআলিয়ার সাধের অনুষ্ঠানে জমজমাট আয়োজন। উপস্থিত নারী বাহিনীর অনেকেই। পরিবার, বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দে হবু মা।ননদ রিধিমা কাপুর ভাইয়ের বউকে জড়িয়ে ধরে তুললেন ছবি। আলিয়ার পরনে হলুদ পোশাক। রিধিমা লিখলেন, হবু মায়ের সঙ্গে। আলিয়ার কাছের মানুষ করণ জোহর ছিলেন এই অনুষ্ঠানে। ধরা দিলেন আলিয়া রণবীরের সঙ্গে। কন্যাসম আলিয়াকে আশীর্বাদ জানাতে পৌঁছেছিলেন কেজো।বাবা,মা দিদিদের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন আলিয়া। হাসিখুশিতে কাটল গোটা অনুষ্ঠানকরিশ্মা কাপুর গিয়েছিলেন সাধের অনুষ্ঠানে। আলিয়াকে সঙ্গে নিয়ে তিনিও মাতলেন আনন্দে।আনন্দে ফুটছেন শাশুড়ি নিতু সিং। ঠাকুমা হচ্ছেন বলে কথা। কাপুর পরিবারের সেলফি মন জয় করবে সকলের। ছেলে রণবীরের সঙ্গে আবেগপ্রবণ মা নিতু।রণবীর-আলিয়া একসঙ্গে। ছোট অতিথিকে নিয়ে নানা স্বপ্ন তাঁদের। bollywood alia bhatt ranbir kapoor Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হনএখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন