-
আলিয়ার সাধের অনুষ্ঠানে জমজমাট আয়োজন। উপস্থিত নারী বাহিনীর অনেকেই। পরিবার, বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দে হবু মা।
-
ননদ রিধিমা কাপুর ভাইয়ের বউকে জড়িয়ে ধরে তুললেন ছবি। আলিয়ার পরনে হলুদ পোশাক। রিধিমা লিখলেন, হবু মায়ের সঙ্গে।
-
আলিয়ার কাছের মানুষ করণ জোহর ছিলেন এই অনুষ্ঠানে। ধরা দিলেন আলিয়া রণবীরের সঙ্গে। কন্যাসম আলিয়াকে আশীর্বাদ জানাতে পৌঁছেছিলেন কেজো।
-
বাবা,মা দিদিদের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন আলিয়া। হাসিখুশিতে কাটল গোটা অনুষ্ঠান
-
করিশ্মা কাপুর গিয়েছিলেন সাধের অনুষ্ঠানে। আলিয়াকে সঙ্গে নিয়ে তিনিও মাতলেন আনন্দে।
-
আনন্দে ফুটছেন শাশুড়ি নিতু সিং। ঠাকুমা হচ্ছেন বলে কথা। কাপুর পরিবারের সেলফি মন জয় করবে সকলের। ছেলে রণবীরের সঙ্গে আবেগপ্রবণ মা নিতু।
-
রণবীর-আলিয়া একসঙ্গে। ছোট অতিথিকে নিয়ে নানা স্বপ্ন তাঁদের।
আলিয়ার সাধের অনুষ্ঠান, পরিবার-বন্ধুদের নিয়ে জমজমাট আয়োজন
আর বেশি দেরি নেই, বেবি শিম্বা আসতে আর মাস দুয়েক। তাঁর আগেই সাধের অনুষ্ঠান সেরে ফেললেন পরিবারের সকলে।
Web Title: Alia bhatt baby shower celebs ranbir karan498595