এপ্রিলের ১৪ তারিখ, নিজেদের বাসভবনেই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।আর বিয়ের আড়াই মাস কাটতে না কাটতেই কাপুর পরিবারকে সুখবর শোনালেন 'কাপুর বধূ'।সোমবার সকালে বড় খবর বলিউডে। মা হতে চলেছেন আলিয়া ভাট। আলট্রাসোনোগ্রাফির ছবি শেয়ার করে এই সুখবর জানালেন ভাট-কন্যা। ওদিকে ঠাম্মা-দিদা হওয়ার আনন্দে খুশিতে ডগমগ নীতু কাপুর ও সোনি রাজদান। দুজনেই শুভেচ্ছা জানিয়েছেন রণবীর-আলিয়াকে।রাজ কাপুরের বংশধর আসতে চলেছে বলে কথা! অতঃপর কাপুর পরিবারের পাশাপাশি গোটা বলিউডেই শোরগোল আলিয়ার মা হওয়ার খবরে।পাপ্পারাজিরা শুভেচ্ছা জানিয়েছেন নীতুকে। পাল্টা তিনিও ধন্যবাদ জানালেন। সঙ্গে এও বললেন যে, 'আগে সামসেরা'। আলিয়ার মা হওয়ার খবর শেয়ার করতেই মালাইকা থেকে প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, করণ জোহর সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।বিয়ের পরই রণবীর যে বেজায় দায়িত্বশীল হয়ে গিয়েছেন, তা বোঝা গেল আলিয়ার শেয়ার করা ছবিতেই। হাসপাতালের বেডে শুয়ে থাকা স্ত্রী'র পাশে বসে রয়েছেন রণবীর। খুশিতে আনন্দাশ্রু করণের (Karan Johar on Alia Bhatt's Pregnancy)। আলিয়াকে মেয়ের মতোই দেখেন করণ। আর সেই প্রেক্ষিতে তিনিও দাদু। সেই খুশির খবরে ইনস্টাতে করণ জোহর লিখলেন, "অনেক ভালবাসা তোমাদেরকে। আমার বাচ্চা মা হতে চলেছে। নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি না। ভীষণ উচ্ছ্বসিত।"