সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আলিয়া ভাটের লেটেস্ট লুক। আলিয়া ভাট এই সমস্ত সবুজ চেহারায় কোনও গয়না পরেননি, তবুও তার সৌন্দর্য উজ্জ্বল। (ফটো ক্রেডিট আলিয়া ভাট ইন্সটা)আলিয়া ভাট তাঁর হলিউড ডেবিউ ফিল্ম 'হার্ট অফ স্টোন ট্রেলার'-এ এই লুক তৈরি করেছেন। (ফটো ক্রেডিট আলিয়া ভাট ইন্সটা)আলিয়া ভাটকে ক্লাসি এবং ইউনিক লুকে খুব সুন্দর লাগছে। (ফটো ক্রেডিট আলিয়া ভাট ইন্সটা)আলিয়া ভাটকে তাঁর প্রথম হলিউড ছবি হার্ট অফ স্টোন ট্রেলারে একজন খলনায়কের ভূমিকায় দেখা যাবে। (ফটো ক্রেডিট আলিয়া ভাট ইন্সটা)আলিয়া ভাটের আরেকটি আসন্ন ছবি হল রকি আউর রানি কি প্রেম কাহানি। যার টিজার মুক্তি পাবে আগামীকাল ১৯ জুন। এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে রণবীর সিংকে। (ফটো ক্রেডিট আলিয়া ভাট ইন্সটা)