New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/IMG-20200724-WA0011.jpg)
মাত্র ১১ বছর বয়সে প্যারিসে আন্তর্জাতিক কলোনিয়াল একজিবিষনে গিয়ে আলাপ হয় উদয় শঙ্করের সঙ্গে।
শতবর্ষ পেরিয়েছিলেন আগেই। বয়স হয়েছিল ১০১ বছর। কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর শুক্রবার ভোররাতে প্রয়াত হলেন। প্রখ্যাত শিল্পীর নাতনি নন্দাশঙ্কর সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে মৃত্যু, তা জানা যায়নি। তবে বয়সজনিত কারণেই জীবনাবসান ঘটেছে তাঁর। এমনটাই অনুমান। শঙ্কর পরিবারের সান্নিধ্যে আসার আগে পদবি ছিল নন্দী। ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১১ বছর বয়সে প্যারিসে আন্তর্জাতিক কলোনিয়াল একজিবিষনে গিয়ে আলাপ হয় উদয় শঙ্করের সঙ্গে। এরপর নামি নৃত্যশিল্পী উদয় শঙ্করের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। সেই সময় থেকেই প্রণয়। ১৯৪২-এ দুজনে গাঁটছড়া বাঁধেন। নৃত্য দম্পতি হিসাবে উদয়শঙ্কর-অমলাশঙ্করের জুড়ি মেলা ভার। বিশ্বের অন্যতম জনপ্রিয় জুড়ি ছিলেন তাঁরা। তাঁদের এক পুত্র এবং এক কন্যা- আনন্দ শঙ্কর এবং মমতা শঙ্কর। বিখ্যাত সেতার বাদক রবিশঙ্কর তাঁর দেওর হন। তাঁর দুই কন্যা অনুষ্কা শঙ্কর এবং নোরা শঙ্কর তিনি চলে গেলেও তার ঘরানা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতা এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।