New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature-10.jpg)
অ্যামাজন প্রাইম প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও বান্ধবী লরেন স্যানচেজ।
বান্ধবী লরেন স্যানচেজকে সঙ্গে নিয়ে বিশেষ বলিউড পার্টিতে এলেন জেফ বেজোস। অ্যামাজন প্রাইম প্রতিষ্ঠাতা ও সিইও-র সম্মানে বিশেষ পারফরম্যান্স ছিল এ আর রহমানের। বিশেষ বলিউড পার্টিতে অ্যামাজনের প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করলেন শাহরুখ খান ও জোয়া আখতার। বিদ্যা বালন, ভূমি পেডনেকর-সহ বলিউডের বিখ্যাত অভিনেতা-পরিচালক-প্রযোজকরা এলেন বিশেষ পার্টিতে। বাঁদিক থেকে ফারহান আখতার, শিবানী দান্ডেকর, রীতেশ সিধওয়ানি ও ডলি সিধওয়ানি। বাঁদিকে সস্ত্রীক পঙ্কজ ত্রিপাঠি ও ডানদিকে বান্ধবী পত্রলেখার সঙ্গে রাজকুমার রাও। বাঁদিকে আলি ফজল-রিচা চাড্ডা ও ডানদিকে বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা আলভা ওবেরয়। বাঁদিকে সায়নী গুপ্ত ও ডানদিকে কমল হাসান। বাঁদিকে রীতেশ ও জিনোলিয়া দেশমুখ, ডানদিকে আর মাধবন।