-
লকডাউন তো কী! বাবা-মা, ঠাকুর্দা-ঠাকুমা সবাই তো বাড়িতেই, তাই আয়োজনে কোনও খামতি নেই।
-
জন্মদিনের সকালে তাই গায়ে হলুদ মেখে পরিপাটি করে হল স্নানপর্ব।
-
তার পর ছোট্ট অয়নজিৎ অর্থাৎ কুট্টুসকে পঞ্জব্যঞ্জন পরিবেশন করলেন বিশ্বজিৎ-অন্তরা।
-
অভিনেতা বিশ্বজিৎ ঘোষের ছেলে অয়নজিতের এটাই ছিল প্রথম জন্মদিন। তাই ঠাকুর্দার হাতে পায়েস খাওয়া মাস্ট।
-
আগে বাবা-মা-ঠাকুর্দা-ঠাকুমার আশীর্বাদ, তার পরে হল জমিয়ে খাওয়া-দাওয়া।
-
তবে শুধুই বাঙালি মতে নয়, পাশ্চাত্য মতেও হল জন্মদিন পালন মায়ের হাতের কেক সহযোগে।
-
বিশ্বজিতের স্ত্রী অন্তরা ছেলের প্রথম জন্মদিনের জন্য বানিয়েছিলেন দারুণ একটি চকোলেট কেক। হইহই করে হল কেক সেরিমনি।
-
এবছর না হয় অন্য কোনও অতিথি নাই বা এলেন, কুট্টুসের প্রথম জন্মদিনের মুহূর্তটা স্মৃতিবন্দি হয়ে রইল সবার মনে।
লকডাউনেই ছেলের প্রথম জন্মদিন পালন অভিনেতা বিশ্বজিতের
অভিনেতা বিশ্বজিৎ ঘোষ ও তাঁর স্ত্রী অন্তরার ছেলে কুট্টুসের প্রথম জন্মদিন পালিত হল লকডাউনের মধ্যেই, পরিবারের ক’জনকে নিয়ে। ছবি: সোশাল মিডিয়া থেকে
Web Title: Amid lockdown actor biswajit ghoshs son ayanjits first birthday celebration photos