
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, ৭৭ বছরে পা দিলেন। শুধু তাই নয় ২০১৯ সালেই তিনি ভারতীয় সিনেমা জগতে ৫০ বছর পূর্ণ করলেন। এত বছর ইন্ডাস্ট্রিতে থেকে ভীষণ সম্মানের সঙ্গে শাহেনশা উপাধি রক্ষা করে চলেছেন। এখনও দর্শকদের সমানভাবে আনন্দ দেন তিনি। তাঁর জন্মদিনে কিছু বিরল ছবি রইল আপনাদের জন্য।

ছোট চরিত্র হলেও রাজেশ খান্না অভিনীত আনন্দ তাঁকে সবার সামনে আনে। সেরা পার্শ্বচরিত্রের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কারও পান অমিতাভ।

সাত হিন্দুস্থানি ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু বিগ বির। ১৯৬৯ সালে এই ছবি জাতীয় পুরস্কার পায়।

অভিনেতার কালজয়ী ছবি শোলে। এখনও মানুষ এই ছবি দেখে আবেগ তাড়িত হয়। জয়কে মারা যেতে দেখলে কাঁদে। এটাই অমিতাভ বচ্চনের ছাপ।

অভিষেক বচ্চন তাঁর বাবা অমিতাভ বচ্চনের সবথেকে বড় ভক্ত। একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিষেক লিখেছিলেন, আইকন! আমার কাছে তিনি আরও অনেক কিছু। বাবা, বন্ধু, পথপ্রদর্শক, সেরা সমালোচক, হিরো।

বিগ বির সঙ্গে এই ছবিতে রয়েছেন বাপ্পি লাহিড়ি, পুরু রাজকুমার, প্রকাশ মেহরা এবং রাজ কুমার।

অমিতাভ বচ্চন,শত্রুঘ্ন সিনহা এবং গুলজার ছবির মহরতের আগের ছবি।


সত্তরের দশকে বলিউডে রাজত্ব করেছেন অমিতাভ। তিনি ছিলেন বক্স অফিসের অঘোষিত শাহেনশা।