সদ্য ফিল্মি কেরিয়ারের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্ণ করেছেন। রবিবার ৭৯ বছরে পা রাখলেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। জন্মদিনে দেখে নিন তাঁর কিছু অদেখা ছবি।
হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের পুত্র অমিতাভ দিল্লিতে পড়াশোনা শেষ করে কলকাতায় একটি শিপিং কোম্পানিতে চাকরি নেন। সাত বছর চাকরি করার পর বম্বে পাড়ি দেন। বাকিটা ইতিহাস। ফটো-এক্সপ্রেস আর্কাইভ।
কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার ছবি জঞ্জির করার পর ১৯৭৩ সালে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনকে। দুই সন্তান শ্বেতা ও অভিষেক। ফটো- এক্সপ্রেস আর্কাইভ।
হিরোর চরিত্র হোক বা ভিলেনের, সাতের দশকে একের পর এক ছবি হিট করিয়েছেন একার কাঁধে। সিনেমা হলগুলিতে হাউসফুল থাকত শুধু তাঁকে বড়পর্দায় দেখার জন্য। ফটো- এক্সপ্রেস আর্কাইভ
৫০ বছরের কেরিয়ারে শোলে, জঞ্জির, নমক হালাল, কভি কভি, সিলসিলা, অভিমান, অমর আকবর অ্য়ান্টনি, শাহেনশাহ,, অগ্নিপথ, হাম, ব্ল্যাকের মতো একাধিক সুপারহিট ছবি করেছেন বিগ-বি। ফটো- এক্সপ্রেস আর্কাইভ