অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের মধ্যে বয়সের পার্থক্য কী? (ছবি লোকসত্তা গ্রাফিক্স টিম)
ভারতের বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত শীঘ্রই বিয়ে করতে চলেছেন।ছোটবেলার বন্ধু রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনন্ত।অনন্ত ও রাধিকার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।২০২২ সালে, রাধিকা এবং অনন্ত রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে বিয়ের তারিখ পাকা করেছিলেনপ্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ জুলাই বিয়ে করবেন দুজনতবে তার আগে গুজরাটের জামনগরে অনন্ত ও রাধিকার প্রি-ওয়েডিং ইভেন্টের আয়োজন করা হয়েছে। প্রোগ্রামটি ১লা থেকে ৩রা মার্চ ২০২৪ পর্যন্ত চলবে। সারা বিশ্বের অনেক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেবেন।বলিউডের অনেক অভিনেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন।কিন্তু জানেন কি রাধিকা ও অনন্ত আম্বানির বয়সের ব্যবধান? রাধিকা অনন্ত আম্বানির থেকে বয়সে বড়।১৯৯৪ সালের ১৮ জানুয়ারি রাধিকা জন্মগ্রহণ করেন। অনন্ত আম্বানির জন্ম ১০ এপ্রিল ১৯৯৫ সালে। অনন্ত ও রাধিকার মধ্যে ৮ মাসের ব্যবধান। রাধিকা অনন্তের থেকে ৮ মাসের বড়।