New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/ankita-759.jpg)
গত বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। সেই নতুন জীবনে এবার আসতে চলেছে নতুন অতিথি।
কিছুদিন আগে সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন মা হতে চলেছেন অঙ্কিতা পাল মজুমদার। এবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বেবি বাম্পের ছবি। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। স্বামী সৌমিত্র পালের সঙ্গে যৌথভাবে সেই কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন অঙ্কিতা ১০ মে মাতৃদিবসে।ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে পরিবারে সন্তান আসার সুখবর জানাতে এর চেয়ে ভাল দিন আর হয় না, এমনটাই লিখেছিলেন অঙ্কিতা-সৌমিত্র। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে অঙ্কিতা মজুমদারের বিয়েটা ছিল টেলি ও টলিপাড়ার একটি চর্চার বিষয়। প্রায় সপ্তাহব্যাপী ড্রিম ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। তবে বিয়েটা হয়েছে খাঁটি বাঙালি মতে। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে অভিনেত্রী এখন যতটা সম্ভব বিশ্রামের মধ্যেই রয়েছেন। আগামী অন্তত এক বছর তাই অভিনয় থেকে তাঁর বিরতি। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে এই সময়টা শ্বশুরবাড়িতেই কাটাচ্ছেন অঙ্কিতা। ভেবেছিলে কিছুদিন গুয়াহাটিতে থেকে কলকাতায় ফিরবেন। তার মধ্যেই লকডাউন ঘোষণা হয়ে যায়। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে ছবিতে দেখা যাচ্ছে অবসর সময়ে আকাশি টি-শার্ট ও জিন্স পরে উকুলেলে অঙ্কিতা। ফোটো শেয়ার করে লিখেছেন, ''আজ মনটা অল্প ভালো আছে''। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে কলকাতার কোহিনূর-সহ একাধিক বাংলা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা। বহু জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রেও দর্শক দেখেছেন তাঁকে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘জড়োয়ার ঝুমকো’। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে স্বামী সৌমিত্র পাল বাঙালি, কিন্তু প্রবাসেই বড় হয়েছেন, পড়াশুনোও বাংলার বাইরে। তাঁর প্রতিষ্ঠিত আইটি কোম্পানির হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে সফটওয়্যার অন্ত্রপ্রনর সৌমিত্র ও অভিনেত্রী অঙ্কিতার বিয়েটা দেখেশুনে হলেও দুজনের মধ্যে বন্ডিংটা যে খুবই সুন্দর, সেটা তাঁদের বিয়ের দিন থেকেই বোঝা গিয়েছিল। ফোটো- অঙ্কিতার ফেসবুক সৌজন্যে