New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/feature-5.jpg)
ছবি: সোশাল মিডিয়া থেকে সংগৃহীত
সুবান রায় ও তিয়াসা রায়। টেলিপাড়ার অভিনেতা-দম্পতি। বাঁদিকে অনিন্দ্য চক্রবর্তী (ডি জে বাপন) স্ত্রী অঙ্কিতা রায় বর্মনের সঙ্গে। স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। প্রেমদিবসেই জন্মদিন অঙ্কুশ হাজরার। এই ছবিটি সোশাল মিডিয়া পেজে শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন। ডানদিকে নুসরত-নিখিল। এই ছবিটি যদিও দু'দিন আগেই শেয়ার করেছেন নুসরত সোশাল মিডিয়ায়। ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়। শুভজিৎ ও প্রিয়মের বিয়ের পর এটাই প্রথম ভ্যালেন্টাইনস ডে। সকালেই এই ছবিটি শেয়ার করেছেন প্রিয়ম। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর সঙ্গে পরিচালক সিদ্ধান্ত দাসের প্রেমের গল্প শুধু টেলিজগত নয়, দর্শকেরাও জানেন অনেকে। ভ্যালেন্টাইনস ডে শুধু প্রেমিক-প্রেমিকার দিন নয়, পরিবারের মধ্যে প্রেম-প্রীতি ভালবাসার উদযাপন। বাবা-মায়ের সঙ্গে এই ছবিটি তাই ১৪ ফেব্রুয়ারি সকালে শেয়ার করেছেন অনিন্দিতা। স্বামী সৌমিত্র পালের সঙ্গে অঙ্কিতা মজুমদার পাল। অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায় ও তাঁর বয়ফ্রেন্ড অনুপল চক্রবর্তী।