New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Anurag-Kashyap-759.jpg)
সারা ভারতের ছাত্রদের পাশে রয়েছেন অনুরাগ কাশ্যপ।
অনুরাগ কাশ্যপ থেকে সুশান্ত সিং, জেএনইউ-র হিংসার প্রতিবাদে মু্ম্বইয়ের রাস্তার দেখা থেকে বলিউড তারকাদের। জোয়া আখতার, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, রীমা কাগতিদের মতো তারকাদের দেখা দেল কার্টার রোডের প্রতিবাদ সভায়। এক্সপ্রেস- লক্ষণ সিং গেটওয়ে অফ ইন্ডিয়ায় প্রতিবাদ করতে দেখা গেল সুশান্ত সিংকে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও সরব হয়েছেন অভিনেতা। ফোটো- জসীন শেখ গওহর খানকে দেখা গেল কার্টার রোডে। এক্সপ্রেস ফোটো- লক্ষ্মী সিং অভিনেতা জয় সেনগুপ্ত হুতাত্মা চকের প্রতিবাদ সভায়। এক্সপ্রেস ফোটো- সদফ অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা, রীমা কাগতি, জোয়া আখতার, স্বরা ভাস্কর, তাপসী পান্নু, রিচা চড্ডা, রাহুল বোস, সুধীর মিশ্র, রাজ কুমার গুপ্তা, ভাসান বালা, বিশাল ভরদ্বাজ, আলি ফজল, আমাইরা দস্তুর, সৌরভ শুক্লা এবং দিয়া মির্জা- সহ আরও অনেক পরিচিত মুখেরা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জেএনইউ-র হিংসার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। এক্সপ্রেস ফোটো- লক্ষ্মী সিং জামিয়া মিলিয়া, জেএনইউ সহ ছাত্র ঐক্যের পাশে রয়েছে বলিউড। এক্সপ্রেস ফোটো- লক্ষ্মী সিং রিচা চড্ডাও জেএনইউ-র হিংসার কড়া নিন্দা করে বলেছেন, ”যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে গুরুদের ভগবানের সমতুল্য মবে করা হয়, সেখানে প্রফেসররা আক্রান্ত। কী হচ্ছে? লোহার রড দিয়ে মহিলাদের মারছে। এ দেশের মানুষ গাধা নয়। দয়া করে সংযত হন।”