টেলিভিশনের অন্দরে আসলেই কী চলছে? বাংলা সিরিয়াল ছাড়া টেলিভিশন সম্ভব? আর সেই টেলিভিশন দীর্ঘদিন ধরে মাতিয়ে রেখেছে অনুরাগের ছোঁয়া। সূর্য দীপার কেমিস্ট্রি মন কেড়েছে দর্শকদের।বিয়ের পর থেকে নানা শোরগোল। অবশেষে দুই মেয়ের দৌলতে ফের এক হয়েছেন তাঁরা। দর্শকদের কাছে যেন এক দারুণ পাওয়া। এবার সেই জনপ্রিয় অনস্ক্রিন কাপল যুগলকে নিয়েই নতুন উদ্যোগ স্টার জলসা পরিবারের। সূর্য দীপাকে নিয়ে দারুণ প্ল্যান বানালেন সকলে। পরিবারের সকলে তো থাকছেনই। কিন্তু, বাকি কারা থাকছেন জানেন? শুনলে চমকে যেতে হয়।কড়া নাড়ছে পুজো। বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবের আগেই এক ভালবাসার উৎসবের আয়োজন করল স্টার জলসা। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সূর্য দীপার অনিভ্যার্সারি। উপস্থিত ছিলেন জলসার অন্যান্য সদস্যরাও।এক কথায়, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মতোই আরেক গালা ইভেন্টের আয়োজন করলেন তাঁরা। আর তাতেই হাজির থাকবেন, আপনাদের প্রিয় আকাশনীল থেকে রঙ্গন এবং শঙ্কর।প্রসঙ্গত, এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে চলেছেন তৃণা এবং রোহন ভট্টাচার্য। তাঁরা দুজনেই দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাবেন সবটা। জীবনের চরাই উৎরাই এর পাশাপাশি ভাল থাকার এই অন্য উপায় বলে দিতে পারবেন তারা?এছাড়াও, নায়িকাদের মধ্যে থাকছেন তুতে, ইন্দিরা এবং সন্ধ্যা। সকলে মিলে ই এক আনন্দ উৎসবের আমেজ। নতুন শুরুর আগে সেলিব্রেশন না হলে হয়?নাচ গান তাঁর সঙ্গে থাকছে তারকা সমারোহ। ঠিক কেমন? অনুষ্ঠানে গানের আসর জমালেন বিখ্যাত জুটি কুমার শানু এবং অলকা ইয়াগ্নিক। এছাড়াও ছিলেন বাবুল সুপ্রিয়।