-
শৈশবের ছবি শেয়ার করে ভাই কর্ণেশ শর্মাকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা।
-
লকডাউনের সময় থেকেই তিনি মানালিতে নিজের বাড়িতে কাটাচ্ছেন। মধ্যিখানে ভাইয়ের বিয়েও গেল। আর সেই অনুষ্ঠানের মাঝেই ভাইদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল।
-
ভাই এখন কাছে নেই। তাই পুরনো ভাইফোঁটার ছবি শেয়ার করেই মাধুরী দীক্ষিত ভাইকে জানালেন যে, তিনি তাঁকে খুব মিস করছেন।
-
ভাই অগ্নিশ পালকে ভাইফোঁটা দিলেন অভিনেত্রী পত্রলেখা। ধন্যবাদ জানালেন সর্বদা তাঁর পাশে থাকার জন্য।
-
বোন রিনা মারওয়া এবং দুই দাদা বনি কাপুর ও অনিল কাপুরের সঙ্গে তোলা পুরনো এক ছবি শেয়ার করে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন সঞ্জয় কাপুর।
-
ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন উর্মিলা মাতণ্ডকরও।
-
দীপাবলিতে পরিবারের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন দিব্যাঙ্কা ত্রিপাঠী।
