এই তালিকায় প্রথম নামটি এসেছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি দিলীপ কুমার এবং সায়রা বানুর। ১১ অক্টোবর ১৯৬৬ সালে দুজনেই গাঁটছড়া বাঁধেন।বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর আর সায়রা বানুর বয়স ছিল ২২ বছর। দিলীপ কুমার ২০২১ সালে মারা যানগত বছরের ২৪ ডিসেম্বর শুরা খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা আরবাজ খান। শূরা খান ও আরবাজের মধ্যে ২৫ বছরের ব্যবধান রয়েছে। এটি আরবাজের দ্বিতীয় বিয়ে। আরবাজ এর আগে ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন এবং ২০১৭ সালে ডিভোর্স হয়েছিলেন।অভিনেতা মিলিন্দ সোমান ২০১৮ সালে অঙ্কিতা কুনওয়ারকে বিয়ে করেছিলেন।খুব সাদামাটাভাবে উভয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।মিলিন্দ ও অঙ্কিতার মধ্যে ২৬ বছরের ব্যবধান। ৭০ বছর বয়সে পারভিন দোসাঞ্জের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা কবির বেদী। এটি কবির বেদীর চতুর্থ বিয়ে। পারভিন এবং কবির বেদীর মধ্যে ৩০ বছরের ব্যবধান রয়েছে।কবির বেদীর চতুর্থ স্ত্রী পারভিন তাঁর মেয়ে পূজা বেদীর থেকে ৩-৪ বছরের ছোট।