-
সোমবার সুনীল শেট্টির খণ্ডালার ফার্মহাউজে চার হাত এক হল ক্রিকেটার কে এ রাহুলের সঙ্গে অভিনেত্রী আথিয়া শেট্টির।
-
ক্রিম রঙের লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া। স্ত্রীয়ের পোশাকের সঙ্গে মানানসই বেশে দেখা গেল রাহুলকেও।
-
বিয়ের ছবি দিয়ে মিষ্টি বার্তা দিলেন সুনীল-কন্যা আথিয়া শেট্টি। বললেন, ‘তোমার আলোয় ভালবাসতে শিখলাম…’।
-
দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সোমবার সাত পাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া।
-
বিয়ের পরই মধুচন্দ্রিমায় যাবেন না আথিয়া ও রাহুল। এমনকী, রিসেপশনও হবে IPL-এর পর।
-
সোমবার বিকেলে খন্ডালার ফার্মহাউজ থেকে বেরিয়ে সুনীল শেট্টি সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে বিয়ের কথা ঘোষণা করলেন।
-
মেয়ের বিয়ের জন্য দক্ষিণী স্টাইলে সেজেছিলেন সুনীল শেট্টি।
‘তোমার আলোয় ভালবাসতে শিখলাম…’, রাহুল-আথিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে, দেখুন
রাহুলের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে মিষ্টি বার্তা আথিয়া শেট্টির। দেখুন ছবি।
Web Title: Athiya shetty kl rahul wedding picture out