বলিউড অভিনেতাদের অদ্ভুত অভ্যাস আছে (ছবি সৌজন্যে-ফেসবুক)
বলিউড অভিনেতাদের সম্পর্কে সবাই পড়তে পছন্দ করে। করিনা কাপুর একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। আমরা জানবো কার কী অদ্ভুত অভ্যাস আছে।অভিনেত্রী করিনা কাপুরের নখ দাঁতে কাটার অভ্যাস রয়েছে। তার এই অভ্যাস অনেকেই জানেন না।আমির খানকে বলিউডের পারফেকশনিস্ট বলা হয়। কিন্তু তারও একটা অদ্ভুত অভ্যাস আছে।আমির খান স্নান করতে পছন্দ করেন না। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি অনেক দিন ধরে গোলামের সেটে স্নান করেননি।অভিনেতা শাহিদ কাপুরও একজন শীর্ষস্থানীয় অভিনেতা। তার সিনেমা ব্লাডি ড্যাডিও আলোচনায় ছিল। এই শাহিদেরও একটা অদ্ভুত অভ্যাস আছে।শাহিদ কাপুর কফি পছন্দ করেন। তিনি দিনে কমপক্ষে ১০ কাপ কফি পান করেন।অভিনেতা শাহরুখ খান তাঁর আসন্ন সিনেমা জওয়ানের জন্য লাইমলাইটে রয়েছেন। এ ছবিতেও নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁকে কিং খানও বলা হয়।প্রায়শই জুতা খুলে ফেলার অভ্যাস আছে শাহরুখ খানের। সে প্রায়ই জুতো খুলে ফেলেন। তার এই অদ্ভুত অভ্যাস আছে।অভিনেতা সইফ আলি খান স্নান করতে অনেক সময় নেন। সইফ আলি খানের বাথরুমে একটি লাইব্রেরি আছে, তাঁর ফোনও আছে। এনডিটিভি এ তথ্য জানিয়েছে।অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিমানবন্দরে যাওয়ার সময় লোকজনকে পর্যবেক্ষণ করার অভ্যাস রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।