বাংলাদেশ চলচ্চিত্র উৎসব পা দিল চতুর্থ বছরে। রবীন্দ্র সদনে এদিন উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, বাবুল সুপ্রিয়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, গৌতম ঘোষ সহ অনেকেই।ছবি- সন্দীপ্তা ভঞ্জ আজ সকাল থেকেই নন্দন চত্বর হাওয়া গরমে তোলপাড়। দুই বাংলার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরীর এই সিনেমা দেখতে লাইন দিয়েছিলেন অনেকেই।ছবি- সন্দীপ্তা ভঞ্জ অভিনেতা কলকাতার মানুষদের ভালবাসায় নিতান্তই অবাক হয়েছেন। এই বাংলাতেও যে তাঁর প্রতি ভালবাসা এবং টান রয়েছে দর্শকদের যেন ভাবতেই পারেননি তিনি।ছবি- সন্দীপ্তা ভঞ্জবিকেলে নন্দনে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। হাসিমুখে সামিল হলেন অনুষ্ঠানে। সর্বমোট এই ছবির চারটে শো। তবে বাঁধ ভাঙ্গা উচ্ছাস দর্শকদের।ছবি- সন্দীপ্তা ভঞ্জ শিল্পীদের সম্বর্ধনা জানানো হয় এদিন। উত্তরীয় পরিয়ে দেওয়া সকল অতিথিদের। লাইন দিয়ে দেখতে হচ্ছে হাওয়া, টিকিট কাটার কোনও প্রশ্ন নেই।ছবি- সন্দীপ্তা ভঞ্জ