
হিন্দি ছবির অন্যতম পথিকৃৎ বাসু চট্টোপাধ্যায় প্রয়াত। ৯৩ বছর বয়সে পাড়ি দিলেন দিকশূন্যপুরের দিকে। এদিন তাঁর পুরনো দিন ফিরে এল স্মৃতির সরণী ধরেই। তাই ছবি শ্রদ্ধা কালজয়ী পরিচালককে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

১৯৬৯ সালে সারা আকাশ ছবির মাধ্যমেই পরিচালনায় ডেবিউ করেন বাসু চট্টোপাধ্যায়। এরপর পার, ছোটি সি বাত, চিতচোর, রজনীগন্ধা, পিয়া কা ঘর, খাট্টা মিঠা, চক্রব্যূহ, বাতো বাতো ম্যায়, মন পসন্দ, হামারি বহু আলকা, শওকিন, চামেলি কি শাদি-র মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

(ডানদিকে) বাসু চট্টোপাধ্যায়, সলিল চৌধুরী (বাঁ দিকে) এবং (মাঝে) যসুদাস, আনন্দ মহল ছবির গান রেকডিংয়ে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

বাঁ দিক থেকে ডানদিকে: গিরিশ কর্নড, শশীকলা, বাসু চট্টোপাধ্যায় এবং হেমা মালিনীর মা জয়া চক্রবর্তী, ১৯৯৭ সালের রোমান্টিক ড্রামা স্বামী ছবির ফ্লোরে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে বাসু চট্টোপাধ্যায়, মনজিল ছবি সেটে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

উদিত নারায়ণ, শ্বেতা পণ্ডিত এবং রাজেশ রোশনের সঙ্গে পরিচালক। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

অমিতাভ বচ্চন ও রাকেশ পাণ্ডের সঙ্গে মনজিল ছবির সেটে আরাম করছেন বাসু চট্টোপাধ্যায়। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

১৯৭৮ সালে থ্রিলার চক্রব্যূহ-র ফ্লোরে বাসু চট্টোপাধ্যায় (ডানদিকে), রাজেশ খান্না ও ইয়ুসুফ হাসানের সঙ্গে। ছবিতে কাজ করেছেন বিনোদ মেহরা ও নীতু সিংও ছিলেন ছবিতে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

আসরানি ও বাসু চট্টোপাধ্যায়। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

বাসু চট্টোপাধ্যায়, প্রযোজক অমিত খান্না ও দেব আনন্দ। মন পসন্দ ছবির সেটে নেওয়া এই ছবি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

বাসু চট্টোপাধ্যায়, দিনা পাঠক ও শাবান আজমি, জিনা ইয়াহ ছবির ফ্লোরে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ