New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/lead.jpg)
বাবা উদিতের জন্মদিনেই অগ্নিকে সাক্ষী রেখে বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন আদিত্য নারায়ণ। পয়লা ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের মাঝে মুম্বইয়ের এক ইসকন মন্দিরে চার হাত এক হয়। বিয়ের আসরে স্বামী আদিত্য নারায়ণের সোহাগে মজেছেন স্ত্রী শ্বেতা আগরওয়াল। হালকা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন আদিত্য। সঙ্গে মানানসই পাগড়ি, সানগ্লাস ও কুন্দনের গয়না। স্বামীর সঙ্গে সামঞ্জস্য রেখেই লেহেঙ্গা-চোলিতে সাজেন শ্বেতা আগরওয়াল। ছেলের বিয়েতে বরযাত্রীদের সঙ্গে নেচে মাত করেছেন বাবা উদিত নারায়ণ খোদ। বিয়ের ছবি ভাইরাল হওয়া মাত্রই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন।