-
রণবীরের সিংয়ের ছবি নিয়ে নেটপাড়ায় জল্পনার অন্ত নেই। কিন্তু তারও বহু আগে বলিউডের বেশ ক’জন অভিনেতার নগ্ন ফটোশুট নিয়ে তোলপাড় হয়েছিল। তার মধ্যে মিঠুন চক্রবর্তীর এই ফটোশুট অন্যতম। অনাবৃত উর্ধ্বাঙ্গ দেখেই তোলপাড় শুরু হয়েছিল।
-
জ্যাকি শ্রফ, বাস্তাবজীবনের মতো ক্যামেরার সামনেও সাহসী। জ্যাকি ছিলেন তখনকার মহিলাদের হার্টথ্রব। অতঃপর এই ছবি নিয়ে যে নারীমহলে বেশ চর্চা হয়েছিল, তা বলাই বাহুল্য।
-
নগ্ন শরীরের একফালি নীল কাপড়ে শক্তি কাপুরের এই সাহসী ফটোশুট যত না প্রশংসা পেয়েছিল, তার থেকেও বেশি ট্রোলড হয়েছিল।
-
পর্দার খ্যাতনামা ভিলেন রঞ্জিত। তিনিও ক্যামেরার সামনে নগ্ন শরীরে পোজ দিয়েছিলেন।
-
বলিউডের সাহসী পুরুষদের তালিকায় মিলিন্দ সোমানের নাম শীর্ষে থাকা উচিত। সমস্ত স্টিরিওটাইপ চিন্তাধারা ভেঙে নব্বইয়ের দশকে মিলিন্দ যে ফটোশুট করেন, তা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ।
-
কার্ডবোর্ডের আড়াল থেকে এই অভিনেতাকে চিনতে পারছেন? ইনি যুবক বয়সের আদিত্য পাঞ্চোলি।
-
জন আব্রাহাম, বলিউডের অন্যতম সেক্সি পুরুষ বলে তাঁকে আখ্যা দিয়েছে নারীমহল। দোস্তানা সিনেমায় কোমর থেকে অর্ধ নিতম্ব দেখানো আর শুটের মাঝে এহেন নুড ছবি দেওয়া, জনের এই অর্ধনগ্ন ফটো নিয়ে বেশ হইচই হয়েছিল।
-
কোনওরকম ট্রোল-মিম পাত্তা না দিয়ে রণবীর সিংয়ের মত, হাজার লোকের সামনেও নগ্ন হতে পারি। শরীর নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই।
-
শক্তি কাপুরের এই ফটোশুট নিয়ে এখনও ফ্যাশন মহলে মশকরা চলে।
