-
দুপুর ঠাকুরপোরা তৈরী তো? ‘মৌচাক’-এর মধু নিয়ে আসছেন মনামী ঘোষ (Monami Ghosh)। ব্যাপারটা কী?
-
অপেক্ষা করুন। ধৈর্য ধরুন। এক-দুই-তিন বউদি পেরিয়ে এবার আসছে চতুর্থ সুন্দরী বউদি মৌ। ধরা দেবেন হইচই-এর প্ল্যাটফর্মে।
-
স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিসা, ফ্লোরা সাইনির পর এবার দুপুর ঠাকুরপোদের ঘুম ওড়াতে প্রস্তুত মৌ বউদি মনামী ঘোষ।
-
‘মৌচাক’-এ ঢিল পড়া এখন অপেক্ষামাত্র। রূপঝলসানো সুন্দরী ‘মৌ বউদি’র সঙ্গে আলাপ করাতে খুব শিগগিরিই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন অভিনেত্রী।
-
‘হইচই’ (Hoichoi) প্রযোজিত নতুন সিরিজটির নাম ‘মৌচাক’ (Mouchak)। সদ্য প্রকাশ্যে এসেছে সিরিজের ফার্স্টলুক।
-
এই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন মনামী। অতঃপর নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেজায় উচ্ছ্বসিত অভিনেত্রী।
-
মনামীর মন্তব্য, “ওয়েব দুনিয়ায় ‘ধামাকা এন্ট্রি’ই চেয়েছিলাম। ঠিক মৌয়ের মতোই একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম।”
-
এমন এক চরিত্র যাঁর মধ্যে রূপের আগুন তো রয়েছেই, পাশাপাশি বুদ্ধির ধারও রয়েছে। সেই ইচ্ছেপূরণ হয়েছে।
-
গোলাপি শাড়ি। তুঁতে রঙ্গের ডিপকাট ব্লাউজ। ছিপছিপে চেহারা। সরু কোমড়ে গোজা লটারির টিকিট আর চাবির গোছা।
-
বউদি স্বপ্নের সুন্দরী শরীরী আবদনে ইতিমধ্যেই পোস্টারে ঝড় তুলেছেন পুরুষমনে।
-
হইচই-এর আহ্বান- ‘মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা রেডি তো?’
-
মনামী ঘোষের প্রথম ওয়েব সিরিজ ‘মৌচাক’-এর পোস্টার।
