New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/nusrat-jahan.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/1-1.jpg)
ফের যোগী আদিত্যনাথের উদ্দেশে ঝাঁজালো আক্রমণ তৃণমূল সাংসদ নুসরত জাহানের। উত্তরপ্রদেশের অতিমারী পরিস্থিতি নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছেন নুসরত। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/2.jpg)
তবে এবার আরও একধাপ এগিয়ে ভাইরাল এক অডিও ক্লিপ ঘিরে যোগীকে কটাক্ষ করলেন সাংসদ-অভিনেত্রী। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/3.jpg)
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সমর্থনে টুইট করলেই মিলবে ২ টাকা! এমনই এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। স্বাভাবিক ভাবেই বিতর্কে যোগীর সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা দল। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/4.jpg)
শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে আইটি সেলের শীর্ষ পদে থাকা ব্যক্তিকে। তবুও নিস্তার নেই। এবার সেই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করলেন নুসরত। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/5.jpg)
সরাসরি তোপ দেগে বললেন, "যোগী হ্যায় তো শর্টকাট হ্যায়।" কেন এই শর্টকাট পন্থার উল্লেখ? আসলে উত্তরপ্রদেশে কোভিড রোগীর মৃতদেহ ভাসানো থেকে শুরু করে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুকে ঘিরে এযাবৎকাল বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যোগীকে। এমনকী, আন্তর্জাতিক মহলেও নিন্দার ঝড় উঠেছে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/6.jpg)
নিন্দার মুখে পড়ে ভাবমূর্তি ঠিক করতেই কি প্রত্যেক টুইটে যোগীর নামোল্লেখের বিনিময়ে ২টাকা করে দেওয়ার লোক্ষ দেখানো হয়েছে? প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই প্রেক্ষিতেই সাংসদ অভিনেত্রীর মত, নিজের ভাবমূর্তি ঠিক রাখতে টাকার লোভ দেখাচ্ছেন যোগী। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/7.jpg)
টুইটে নুসরতের কটাক্ষ, "আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে কীভাবে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে হয় কিংবা জনপ্রিয় হতে হয়, সেটা যোগী দেখালেন।" /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/9.jpg)
এখানেই থেমে থাকেননি নুসরত। তিনি যোগীকে 'নির্লজ্জ' বলেও তোপ দাগেন। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/8.jpg)
সাংসদ-অভিনেত্রীর কথায়, "উত্তরপ্রদেশে অতিমারী পরিস্থিতি আয়ত্তে না এনে টাকার বিনিময়ে নিজের ভাবমূর্তি ঠিক করছেন যোগী আদিত্যনাথ। নির্লজ্জ।" /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/10.jpg)
প্রসঙ্গত, এর আগে যোগীরাজ্যে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে বেজায় শোরগোল বেঁধেছিল নেটদুনিয়ায়। এমনকী অভিযোগকারীকে গ্রেপ্তার করা নিয়ে নিন্দাও করেছিলেন অনেকে। সেই সময়েও নুসরতের কটাক্ষবাণ থেকে ছাড় পাননি যোগী। এবার ফের ২টাকার বিনিময়ে যোগীর সুনাম করার ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চটে গেলেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us