New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/feature-4.jpg)
বাঁদিকে একতা ভট্টচার্যের বিয়েতে ঋতব্রতর সঙ্গে নতুন কনে ও ডানদিকে বিয়ের মণ্ডপে পৌরবী সেনগুপ্ত। ছবি: সোশাল মিডিয়া থেকে
বিয়ে করলেন পোস্টার ও কভার শিল্পী একতা ভট্টাচার্য। নিমন্ত্রিত ছিলেন বাংলা বিনোদন জগতের তারকারা। ছবি: সোশাল মিডিয়া থেকে ছোটবেলার বন্ধু অর্ণেশ মিত্রকে বিয়ে করলেন এই প্রতিভাময়ী শিল্পী। ছবি: সোশাল মিডিয়া থেকে ১১ ফেব্রুয়ারি কলকাতার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। ছবি: সোশাল মিডিয়া থেকে ঊষসী রায়, ঈশা সাহা, কাঞ্চন মল্লিক, রানা বসুঠাকুর-সহ ছোটপর্দা ও বড়পর্দার বহু তারকাই উপস্থিত ছিলেন বিয়ের আসরে। ছবি: সোশাল মিডিয়া থেকে এছাড়াও ছিলেন একতার দীর্ঘদিনের বন্ধু তৃণা সাহা, মানালি দে এবং ঋতব্রত মুখোপাধ্যায়। ছবি: সোশাল মিডিয়া থেকে বাঁদিক থেকে অনিমেষ গঙ্গোপাধ্যায়, একতা, ঋতব্রত মুখোপাধ্যায় ও মৈনাক বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্য: একতা দেবদূত ঘোষ, একতা ও সুমন বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্য: একতা আদিত্য সেনগুপ্ত, অরিন্দম গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও খেয়ালী দস্তিদারের সঙ্গে একতা। ছবি সৌজন্য: একতা একই দিনে বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী পৌরবী সেনগুপ্ত। ছবি: সোশাল মিডিয়া থেকে কালারস বাংলার মহাপ্রভু শ্রীচৈতন্য ধারাবাহিকে সায়ক চক্রবর্তী ও পৌরবীকে দেখা গিয়েছিল লক্ষ্ণীনারায়ণ রূপে। ছবি: সোশাল মিডিয়া থেকে পর্দার মা লক্ষ্মী এবার গৃহলক্ষ্মী হয়ে গেলেন নতুন পরিবারে। ছবি: সোশাল মিডিয়া থেকে বাঙালি আচার পালনের পাশাপাশি ছিল মেহেন্দি অনুষ্ঠান। ছবি: সোশাল মিডিয়া থেকে সুখের হোক নবদম্পতিদের নতুন জীবন। ছবি: সোশাল মিডিয়া থেকে