New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/feature-9.jpg)
'জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২০'-র অনুষ্ঠানে তারকার। ছবি: জি বাংলা ফ্যানস গ্রুপ ও তারকাদের সোশাল মিডিয়া পেজ
প্রমিতা চক্রবর্তীর রেড কার্পেট লুক। সোনার সংসার ২০২০-র বিশেষ সাজে-- বাঁদিকে শতাব্দী নাগ ও ডানদিকে মিমি দত্ত। বাঁদিকে ধ্রুব সরকার ও দিতিপ্রিয়া রায়। ডানদিকে টিম করুণাময়ী রাণী রাসমণি-- সায়ক চক্রবর্তী, সৌরভ সাহা ও দিতিপ্রিয়া রায়। ছবি: সায়ক চক্রবর্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। অভিনেতা নীল ভট্টাচার্যের সোনার সংসার ২০২০-র লুক। বাঁদিকে 'ত্রিনয়নী'-জুটি-- শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরী। ডানদিকে রাহুল দেব বসু। বাঁদিকে টিম 'কী করে বলব তোমায়' ও ডানদিকে টিম 'আলোছায়া'। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী কলাকুশলীরা। 'বাঘ বন্দি খেলা' ধারাবাহিকের সুন্দরীরা। বাঁদিক থেকে পৌষমিতা, ত্বরিতা, ঈশানী ও দীর্ঘই। বাঁদিকে অধিরাজ গঙ্গোপাধ্যায় (সৌদামিনীর সংসার) ও ডানদিকে ঈশানী দাস (বাঘ বন্দি খেলা)। অভিষেক বসু (নেতাজি) ও দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। বাঁদিকে টিম 'ফিরকি' ও ডানদিকে 'নেতাজি' ধারাবাহিকের দুই অভিনেত্রী-- শ্রীপর্ণা রায় ও বাসবদত্তা চট্টোপাধ্যায়। কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ ও 'কৃষ্ণকলি'-র সুন্দরীরা। ছোট এবং বড় আলো-- হিয়া দে ও দেবাদৃতা বসু। টিম 'নকশিকাঁথা'-- বাঁদিকে স্নেহা চট্টোপাধ্যায় ও ডানদিকে সুমন দে-মানালি দে। টিম 'কৃষ্ণকলি' ( বাঁদিক থেকে কৌশিক, নীল, ভিভান ও রাজীব) সঙ্গে 'রাসমণি' দিতিপ্রিয়া।