New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/1-6.jpg)
টেলি-অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায়ের বিয়ে ও রিসেপশনের কিছু ছবি। ছবি সৌজন্য: তানিয়া ও লাবণী
১ ডিসেম্বর বিয়ে করলেন টেলি-অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায়। ছবি সৌজন্য: তানিয়া পাত্র অভিষেক মণ্ডল পুলিশে কর্মরত। ছবি সৌজন্য: তানিয়া খড়দা-তে বসেছিল তানিয়ার বিয়ের আসর। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুরা। ছবি সৌজন্য: তানিয়া তানিয়ার বেস্ট ফ্রেন্ড, অভিনেত্রী লাবণী ভট্টাচার্যও উপস্থিত ছিলেন বিয়ের আসরে। ছবি সৌজন্য: লাবণী চিরাচরিত বাঙালি হিন্দু আচার মেনে হল বিয়ে। বরকনের সাজটিও ছিল সাবেকি বাঙালি। ছবি সৌজন্য: তানিয়া তানিয়ার স্বামী অভিষেক মণ্ডলের আদি বাড়ি শিলিগুড়িতে। সেখানেই আয়োজিত হল বরপক্ষের রিসেপশন। ছবি সৌজন্য: তানিয়া শিলিগুড়িতে আদি বাড়ি হলেও কর্মসূত্রে বীরভূমে থাকেন অভিষেক। শিলিগুড়ির রিসেপশনে উপস্থিত ছিলেন তানিয়া ও অভিষেকের কাছের বন্ধুরা। ছবি সৌজন্য: তানিয়া বিয়ের পরে আপাতত অভিনয় জীবনে ইতি টানতে চলেছেন পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। ছবি সৌজন্য: লাবণী তাঁর এই নতুন জীবনে পদার্পণে সোশাল মিডিয়ায় অকুণ্ঠ শুভেচ্ছা জানিয়েছেন টেলিজগতের সবাই ও অভিনেত্রীর গুণমুগ্ধেরা। ছবি সৌজন্য: তানিয়া