New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/1-8.jpg)
প্রিয়ম চক্রবর্তী ও শুভজিৎ করের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি। সৌজন্য: জুঁই সরকার ও ডোনা পাল।
আনুষ্ঠানিকভাবে পরস্পরের হাত ধরলেন প্রিয়ম চক্রবর্তী ও শুভজিৎ কর। ছবি সৌজন্য: জুঁই সরকার ও ডোনা পাল টেলিজগতে দুজনে পরস্পরের বিপরীতে কাজ না করলেও 'সেনাপতি' ওয়েবসিরিজে অনবদ্য ছিল প্রিয়ম-শুভজিতের জুটি। ছবি সৌজন্য: এমসি সাহিল ও ডোনা পাল গত ১০ ডিসেম্বর ছিল দুই টেলি-তারকার সঙ্গীতের অনুষ্ঠান। ছবি সৌজন্য : ডোনা পাল, শুভ্রজ্যোতি দত্ত ও সৌমিতা পাল ১১ ডিসেম্বর সকালে দুই তরফের আত্মীয়রা ধুমধাম করে পালন করলেন গায়ে-হলুদের আচার। ছবি সৌজন্য : ডোনা পাল, শুভ্রজ্যোতি দত্ত ও সৌমিতা পাল ছবি সৌজন্য : ডোনা পাল, শুভ্রজ্যোতি দত্ত ও সৌমিতা পাল ছবি সৌজন্য : ডোনা পাল, শুভ্রজ্যোতি দত্ত ও সৌমিতা পাল ১১ ডিসেম্বর একটু বেশি রাতেই ছিল বিয়ের লগ্ন। ছবি সৌজন্য: শ্রীময়ী চট্টরাজ বিয়ের আসরে যথারীতি দেখা গেল টেলি-তারকাদের চাঁদের হাট। ছবি সৌজন্য: শ্রীময়ী চট্টরাজ প্রিয়ম ও শুভজিতের আলাপ টেলিজগতে কাজের সূত্রেই এক কমন ফ্রেন্ডের মাধ্যমে।ছবি সৌজন্য : ডোনা পাল ও সৌমিতা পাল প্রাথমিক বন্ধুত্ব থেকে প্রেম ও তার পর একসঙ্গে সারাজীবন পথ চলার অঙ্গীকার। ছবি সৌজন্য : ডোনা পাল ও সৌমিতা পাল আশা করা যায় ভবিষ্যতে এই অফ-স্ক্রিন দম্পতিকে আবারও দেখা যাবে অন-স্ক্রিন জুটি হিসেবে। ছবি সৌজন্য : ডোনা পাল ও সৌমিতা পাল