New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature-14.jpg)
ছোটপর্দার ফিকশন ও নন-ফিকশন মিলিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পান যে তারকারা।
ইন্দ্রাণী হালদার। ছোটপর্দার পারিশ্রমিক মাসে ৫ লক্ষের বেশি। মনামী ঘোষ। ছোটপর্দার পারিশ্রমিক মাসে ৫ লক্ষের আশেপাশে। মানালি দে। ছোটপর্দার পারিশ্রমিক মাসে ৫ লক্ষ বা তার কম। ঋষি কৌশিক। ছোটপর্দার পারিশ্রমিক মাসে ৫ লক্ষের আশেপাশে। সৌরভ গঙ্গোপাধ্যায়। বার্ষিক ১ কোটি টাকার বেশি ছোটপর্দার পারিশ্রমিক। রচনা বন্দ্যোপাধ্যায়। বার্ষিক ১ কোটি টাকার বেশি ছোটপর্দার পারিশ্রমিক। যিশু সেনগুপ্ত। বার্ষিক ১ কোটি টাকার বেশি ছোটপর্দার পারিশ্রমিক। অপরাজিতা আঢ্য। বার্ষিক ১ কোটি টাকার আশেপাশে ছোটপর্দার পারিশ্রমিক। রিজওয়ান রব্বানি শেখ। ছোটপর্দার পারিশ্রমিক মাসে ৫ লক্ষের কম কিন্তু অন্য অনেক তারকার থেকে বেশি। নীল ভট্টাচার্য। ছোটপর্দার নতুন প্রজন্মের সবচেয়ে সফল নায়কদের অন্যতম। পারিশ্রমিকে এগিয়ে সমসাময়িক অনেক নায়কের থেকে। পার্নো মিত্র। ছোটপর্দায় ফিরেছেন বহু বছর পরে। পারিশ্রমিক মাসে ৫ লক্ষের কম কিন্তু বাকি অনেক নায়িকার থেকে বেশি। প্রতীক সেন। ছোটপর্দার হিট নায়ক। পারিশ্রমিক ৫ লক্ষের কম কিন্তু বাকি বহু নায়কের থেকে বেশি। তৃণা সাহা। ছোটপর্দার হিট নায়িকা। পারিশ্রমিক ৫ লক্ষের কম কিন্তু বাকি বহু নায়িকার থেকে বেশি। টুম্পা ঘোষ। বহু হিট ধারাবাহিকের নায়িকা। পারিশ্রমিক ৫ লক্ষের কম কিন্তু অনেক নায়িকার থেকে এগিয়ে। শ্বেতা ভট্টাচার্য। বহু হিট ধারাবাহিকের নায়িকা। পারিশ্রমিক ৫ লক্ষের কম কিন্তু অনেক নায়িকার থেকে এগিয়ে। জয় কুমার মুখোপাধ্যায়। লম্বা বিরতির পরে ছোটপর্দায় ফিরেছেন। পারিশ্রমিক মাসে ৫ লক্ষের আশেপাশে বা তার কম।