/indian-express-bangla/media/media_files/2025/01/25/0fQH0NjOZOwx7FZtcIwr.jpg)
Mamta Kulkarni-Sadhu: মমতা সন্ন্যাস নিলেন, কিন্তু এমন অনেক তারকাই আছেন যারা আগেও সন্ন্যাস নিয়েছেন... Photograph: (Instagram)
/indian-express-bangla/media/media_files/2025/01/30/R4xrlEOFeGhXwvJUix4M.jpg)
কিছুদিন আগেই, সন্ন্যাস নিয়েছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। একসময় বলিউডের বেশ চর্চিত অভিনেত্রী ছিলেন তিনি। শাহরুখ সালমানের পাশাপাশি, আরো অনেক ছবি তো অভিনয় করেছেন। কিন্তু দীর্ঘ বহু বছর, তার কোন খোঁজ ছিল না। স্বেচ্ছায় বলিউড ত্যাগ করে, তিনি বিদেশে ছিলেন দীর্ঘ কুড়ি বছর।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/leQMN2QkDmh0QQHvYrFy.jpg)
ভারতবর্ষে ফিরতেই অনেকে ভেবেছিলেন, তিনি কামব্যাক করেছেন। আধ্যাত্মিক পথে তার মন ছিল অনেকদিন। তিনি নাকি অনেক সাধ্য সাধনা করেছেন। এর আগে বহুবার নাকি সন্ন্যাস নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সফল হননি। কুড়ি বছর পর, যখন দেশে ফিরলেন প্রচুর মানুষ ভেবেছিলেন হয়তো তিনি বলিউডে কাম ব্যাক করতে চলেছেন, কিন্তু না।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/gPtqJwvQRGrfTP0MxsTm.jpg)
সোজা প্রয়াগরাজে যান। সেখানে পৌঁছে সঙ্গমে নিজের পিন্ডদান করেন। এবং সেখান থেকে সোজা কিন্নর আখড়ার হাত ধরে সন্ন্যাস নেন তিনি। তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। অভিনেত্রীর সন্ন্যাস গ্রহণের পর নতুন নাম হয়েছে, শ্রী ইয়ামায় মমতা আনন্দ গিরি।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/R05mSAdHuWqSjQosaut0.jpg)
অভিনেত্রী সন্ন্যাস গ্রহণের পরে, নানান সাধুসন্তদের কটাক্ষের মুখোমুখি হয়েছেন। ভারতীয় সনাতন ধর্মের যে অপমান হচ্ছে একথা বলেছেন অনেকেই। যদিও অনেকেই জানেন না যে মমতার আগেও বহু তারকা সন্ন্যাস নিয়েছেন। নিজেদের প্যাশন এবং প্রফেশন পাল্টে ফেলে তারা সন্ন্যাসের পথে নিজেকে চালিত করেছেন। কেউ কেউ তো নিজের খ্যাতির চূড়ান্ত সময় সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/mYow2BsfqifLVYxnNdEL.jpg)
অনু আগরওয়াল। ১৯৯০ সালের রোমান্টিক ছবি আশিকিতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। অভিনয় করেন রাহুল রায়ের বিপরীতে। তারপর ছবি করেছেন। জানা যায় ১৯৯৯ সালের দুর্ঘটনার কবলে পড়েন তিনি। যখন তাঁর চিকিৎসা চলছিল, প্রায় এক মাস কোমায় ছিলেন তিনি এবং কিছু স্মৃতি তার আবছা ও হয়ে যায় এমনটাও শোনা গিয়েছিল। এরপরেই নাকি, সুস্থ হয়ে উঠে উত্তরাখণ্ডের একটি আশ্রমে সন্ন্যাস নিয়ে নেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/ndBJBR9acqUovkGrqwZu.jpg)
তনুশ্রী দত্ত, বাঙালি এই অভিনেত্রীকে বেশ কিছু সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তিনি বোল্ড নায়িকা হিসেবেই পরিচিত ছিলেন। বহু ছবিতে কাজ করেছেন। ২০১৩ সালে তাঁকে শেষ ছবিতে দেখা যায়। তারপর, তিনি বলিউড থেকে সরে যান। এবং, তারপর থেকে তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। এবং, মাঝখানে নানা পাতেকরের সঙ্গে ভয়ঙ্কর সমালোচনায় জড়িয়েছেন তিনি। কিন্তু, সব ছেড়ে তিনি গিয়েছেন বৌদ্ধ দর্শনে। প্রায় বছর দেড়েক নাকি আশ্রমে কাটিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/NkgT37SRT7hga8kygQfs.jpg)
রয়েছেন বিনোদ খান্না। ষাটের দশকের শীর্ষ স্বাধীন অভিনয় শুরু করলেও, একটা সময় পর, আধ্যাত্মিক বিষয়ে এতটাই ডুবে যান তিনি যে সব ছেড়েছুঁড়ে দিয়ে অশোর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি আশ্রমে চলে যান। তারপর আবারও ফিরে এসে নিজের অভিনয় জীবন শুরু করেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/GfBAnBuXzGgLyZlOjqmi.jpg)
অনঘা ভোঁসলে। ছোটপর্দার এই জনপ্রিয় মুখ অনুপমা সিরিয়ালে অভিনয় করে বেশ খ্যাতি পেয়েছিলেন। তিনি নিজের খ্যাতির মাঝেই অভিনয় ছেড়ে দিয়েছেন। এবং বর্তমানে কৃষ্ণ নামে মাতোয়ারা এই অভিনেত্রী। করোনা সময়কালের পর থেকেই ঈশ্বরপ্রেমে আরও বেশি করে ডুবেছেন তিনি।