কলকাতায় নিজের ছবির প্রচারে এলেন ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদি। সঙ্গে ছিলেন ছবির মুখ্য চরিত্র মারাঠি অভিনেত্রী মালবিকা মোহনান। এই ছবি দিয়েই সিনেমায় ডেবিউ করেছেন ধড়ক বয় ঈশান খট্টর। ছবিতে দেখা মিলবে পরিচালক-অভিনেতা গৌতম ঘোষেরও। আরও ছবি দেখতে স্ক্রোল করুন। -
সত্যজিৎ রায়ের ছবি থেকে উৎসাহ পান তিনি। অনেকবার দেখেছেন পথের পাঁচালি।
-
ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা মিলবে বাঙালি পরিচালক-অভিনেতা গৌতম ঘোষকে।
-
প্রথমবার হিন্দিতে ছবি পরিচালনা করলেন ইরানিয়ান এই পরিচালক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ.আর.রহমান।
-
শহরের এক নামি রেঁস্তরায় ছবির প্রচারে ৫৮ বছরের পরিচালক।
-
এই ছবির জন্য প্রথমে বাছা হয়েছিল দীপিকা পাডুকোনকে। পরে তাঁর জায়গায় নেওয়া হয় মারাঠি অভিনেত্রী মালবিকা মোহনানকে।
-
"বিয়ন্ড দ্য ক্লাইডস", নভেম্বরে গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখানো হয়েছে। ২০ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি।
