অনীক দত্ত পরিচালিত 'ভূতের ভবিষ্যৎ' হল থেকে তুলে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কলকাতার অ্যাকাডেমি চত্বরে সমবেত হলেন শিল্পীরা।
সাহেব চট্টোপাধ্যায় বলেন, আমি এই সিনেমার সঙ্গে যুক্ত নই। তবু এমন কাজের প্রতিবাদে এসেছি। যদি কোনও পার্টি মনে করে এই ছবি তাদের ক্ষতি করতে পারে, তাহলে বুঝতে হবে সেই দলের ভিত নড়বড়ে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সব্যসাচী চক্রবর্তী জানান, এই ছবি মুক্তি পাওয়ার আগেই পুলিশ চিঠি দিয়েছিল। তাঁরা জানতে চেয়েছিল, ছবিটির বিষয়বস্তু ঠিক কী? কিন্তু, সেটা তো সিবিএফসি-র কাছ থেকেই জানতে পারত। প্রযোজক বা পরিচালকের থেকে জানার কথা তো পুলিশের নয়। কাজেই মূল উদ্দেশ্য, আপনি যে পুলিশি নজরদাডজ়ির মধ্যে রয়েছেন সেটা বুঝিয়ে দেওয়া। আপত্তিজনক কিছু থাকলে তো সেন্সরই আটকে দিত। তাহলে হলে যাওয়ার পর, কেন বন্ধ করে দেওয়া হল, প্রশ্ন ফেলুদার। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, এটি নজিরবিহীন ঘটনা। খুব খারাপ লাগছে। উচ্চতর কর্তৃপক্ষ না কি বলছে ছবি বন্ধ করতে। তাহলে কি প্রতিহিংসামূলক আচরণ কাজ করছে? আমরা যারা সিনেমার লোক, তাঁরা এটাকে গর্হিত অপরাধ বলে মনে করছি। আমরা যদি এর প্রতিবাদ না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও খারাপ হবে। এটা ফ্যাসিস্ট কাজ। আপনারা এগিয়ে আসুন এবং বলুন, দেশকে কলুষিত করতে চাই না। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ